
ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ প্রযুক্তিবিদ নন্দন নিলেকানির মাধ্যমে প্রতিটি ভারতবাসীর চিহ্নিতকরন কার্ড তৈরী হবে। দেশের সমস্ত নাগরিকের তথ্যাবলী চিহ্নিতকরন কার্ডের মাধ্যমে মজুত থাকবে সরকারের কাছে। গোটা প্রকল্প বাস্তবায়িত হবে তিন বছরে। উদ্যোগী প্রযুক্তিবিদ নন্দন নিলেকানি ইনফোসিসের প্রাক্তন অধিকর্তা। প্রধাণমন্ত্রী মনমোহন সিংহের একান্ত ইচ্ছায় নন্দন নিলেকানি গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিয়েছেন। পদমর্যাদায়, তিনি ক্যাবিনেট মন্ত্রীর মতো ক্ষমতা ভোগ করবেন। নিলেকানির মতো প্রযুক্তিবিদের নিয়োগ নতুন ধারণার জন্ম দিচ্ছে। কোন রাজনীতিবিদ বা আমলা না হয়েও নিলেকানিকে দেশের নাগরিকদের চিহ্নিতকরন কার্ড প্রকল্পের অধিকর্তা করা হয়েছে। এই প্রকল্প রুপায়িত হলে অনুপ্রবেশ সমস্যার অনেক সমাধান হবে।দেশের অভ্যন্তরীন সুরক্ষা অনেকটা নিশ্চিত হবে। সবচেয়ে বড় কথা বিদেশের পাঠানো অর্থ সাহায্য দেশের গরীব মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে। দেশের প্রতিটি নাগরিকের আর্থিক অবস্থা সহ নানা বৈশিষ্ট্য চিহ্নিত করবে এই প্রকল্প।
৫৪ বছর বয়সী নন্দন নিলেকানির নেতৃত্বে চিহ্নিতকরন কার্ড তৈরী হলে এটি আমেরিকার সামাজিক নিরাপত্তা কার্ডের সমতুল্য হবে।
No comments:
Post a Comment