

এতদিন সেখানকার মেয়েরা অলিম্পিকের মতো আন্তর্জাতিক প্রতিযোগীতাতেও অংশগ্রহণ করতে পারতনা। ইসলামিক দেশ হিসাবে খেলাধূলার মতো গাড়ি চালানো, ভোটদানেও তাদের বাধা রয়েছে।
উল্লেখ্য, নিষেধ অমান্য করে পূর্বে অনেক মহিলারাই বাস্কেটবল, ফুটবল, ভলিবলের মত অনেক খেলাতেই অংশগ্রহণ করেছে।
কয়েকদিন পূর্বে রাজকুমারী আদিলা এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে মেয়েদের বিদ্যালয়ে খেলাধূলা চালু করতে সরকারকে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন।
এর জন্য ইতিমধ্যেই অনেক স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে এসেছে। রাজকুমার খালিদ গত সপ্তাহে জেড্ডায় এই নিয়ে এক প্রজেক্ট-এ বলেন যে দেশকে খেলাধূলা ও সংস্কৃতিতে এগিয়ে নিয়ে যেতে এর স্বীকৃতি আবশ্যক।
আরবী এক সংবাদপত্রে প্রকাশ যে, একটি ছোট মেয়ে রাজকুমার কে তাদের না খেলতে পারা নিয়ে অভিযোগ জানালে তিনি তাকে আশ্বাস দেন যে খুব শীঘ্রই তারাও বিদ্যালয়ে ছেলেদের মতই খেলতে পারবে।
No comments:
Post a Comment