

সমকামীরা যেমন একদিকে আনন্দে মিছিল করছে অপরদিকে ‘দেশ রসাতলে গেল’ বলে রোষে ফেটে পড়ছেন কিছু ধর্মীয় নেতা।
ভারত স্বাধীন হওয়ার অনেক আগে থেকেই এদেশে সমকামিতা নিষিদ্ধ এবং অপরাধ হিসাবে গণ্য করে আসা হয়েছে। এখনও হয়, কিন্তু এই প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরম ইঙ্গিত দিয়েছেন যে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা প্রত্যাহার করা হবে। আই পি সির এই ধারায় স্পষ্ট বলা রয়েছে সমকামিতা অপরাধমূলক কাজ।
বিশ্ব হিন্দু পরিষদ বলছে এটা ভারতের সংস্কৃতি এবং পরিবার ব্যবস্থার বিরোধী। গোঁড়া মুসলিম সংগঠন জামিয়াত উলেমা-ই-হিন্দ এর মতে এর ফলে দেশে যৌন নৈরাজ্য সৃষ্টি হবে। এছাড়াও উল্লেখ্য শিবরাজ পাটিল স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সমকামীদের সম্পর্ক বৈধ করার ঘোর বিরোধী ছিলেন। তবে, প্রশ্ন হল চিদাম্বরম কেন এ নিয়ে এত আগ্রহী। রাজনৈতিক মহলের ধারণা, দক্ষিণে আগাগোড়াই সমকামীদের অপরাধ চোখে দেখা হয়না এবং সেই দর্শনের প্রভাবই হয়তো তার এই উদ্যোগের মধ্যে ধরা পড়ছে।
সরকার-এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা এ বিষয়ে কোন তাড়াহুড়ো করবেনা। এ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বীরাপ্পা মইলি জানালেন যে সিদ্ধান্ত নেওয়ার আগে সমকামিতা প্রসঙ্গে সমস্ত জাতি ও ধর্মের গোঁড়ামির দিকটাও খতিয়ে দেখবেন তার।
দেশের মানুষ কাজ চায়। সরকার নজর দিক সেই দিকে। সমকামীদের নিয়ে নজর খোয়ানোর চেষ্টা হলে দেশজুড়ে প্রতিক্রিয়া হবে বলাইবাহুল্য।
No comments:
Post a Comment