Tuesday, June 30, 2009

বলরামপুরে সিপিএম নেতা দল ছড়তে বাধ্য হলেন………



লালগড় থেকে কাঁটাপাহাড়ি সর্বএই স্বাভাবিক চেহারার ছবি। সৌজন্যে, যৌথবাহিণীর অভিযান। উপর্যুপরি,রবিবার গোয়ালতোড়ে বের হয়েছে সি পি এম সমর্থকদের বাইক মিছিল। খুশীর হাওয়া কর্মী সমর্থকদের মধ্যে। কিন্তু বাস্তবে চিত্রটি কি তাই। না! বলরামপুরের সি পি এম জোনাল কমিটির সদস্য বদ্ধেশ্বর সিং সর্দারের রীতিমতো লিফলেট ছাপিয়ে দল ছাড়ার ঘটনা কিন্তু অন্য কথাই বলছে। “আমি বুদ্ধেশ্বর সিং সর্দার। পিতা স্বর্গীয় মেঘনাদ সিং সর্দার। গ্রাম মালতী, বিশেষ পরিস্থিতিতে সি পি এমের সমস্ত রকম দলীয় পদ ও পঞ্চায়েত সমিতির সদস্যপদ পরিত্যাগ করলাম। এই দলের সঙ্গে আমার কোনও সম্পর্ক রইলনা”।–এটি লেখা ছিল দলত্যাগের পর বলরামবাবুর দরজার সামনে। লেখা ছিলনা যা তা হল----বলরামপুরের মালতীগ্রামের বাসিন্দা বুদ্ধেশ্বর সিং মাওবাদীদের নির্দেশে সি পি এম ছাড়লেন। না ছাড়লে প্রাণনাশ, এই হুমকিও দেওয়া হয়। তার পরই বদলে যায় সবকিছু। বউ-বাচ্চা নিয়ে সাধারণ জীবন কাটাতে লিফলেট ছাপিয়ে দল ছাড়লেন তিনি। ১৯৮৫ সালে রাজনীতিতে প্রবেশ। এরপর গ্রাম পঞ্চায়েতের সদস্য, পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ এবং, ২০০৮ সালে পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। তৎসত্বেও দল ছাড়তে বাধ্য হলেন তিনি।

No comments:

Post a Comment