Tuesday, June 30, 2009

মুসলিমরা কেন ঘৃণার পাত্র হচ্ছেন?


একটা ‘কেনরই’ উত্তর খুঁজতে চাইছি। উত্তর খুঁজতে চাইছি এমন একটা সময়ে যখন বিশ্বজুড়ে এক শ্রেণীর মানুষের টার্গেট হয়েছেন সংখ্যালঘুরা।

আবারও প্রশ্ন কেন? আসলে সংখ্যালঘুদের নিশানা বস্তু বানিয়ে নিজেদের ক্ষমতা জাহিরের সহজতম পথ। উদাহরণ? আফগানিস্থানে তালিবানদের বুদ্ধমূর্তি ধ্বংস, বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, কিংবা ভারতের কাশ্মীরে কাশ্মীরি পন্ডিতদের হত্যা অথবা অমরনাথ তীর্থযাত্রীদের ওপর নির্বিচারে গুলি চালানো।

নিট্‌ ফল কিছু মৃত্যু বা ক্ষয়-ক্ষতি। সেই সঙ্গে রেজাল্ট হল মুষ্টিমেয় স্বার্থপর, অবিবেচকদের জন্য মুসলিমদের প্রতি হিন্দুদের শ্রদ্ধাশীল মনোভাব ক্রমেই লোপ পাচ্ছে।

No comments:

Post a Comment