Sunday, June 14, 2009

গুগল-এর সামনে নতুন চ্যালেঞ্জ....

কি বোর্ডে কয়েকটি ক্লিক করেই যদি জানা যায় খাওয়ার পাতের খবর থেকে চলচ্চিত্রের নানা খবর বা পাওয়া যায় বিভিন্ন প্রভাবশালী কোম্পানীর খবরাখবর তাহলে ব্যবহার করেই দেখা যায় uk-র বিজ্ঞানী স্টিফেন উলফ্রাম-র সৃষ্ট নতুন কম্পিউটার ‘সার্চ ইঞ্জিন’টি। জ্ঞানপিপাসু মানুষের কাছে এটা সুখবর হলেও আর এক বিখ্যাত ‘সার্চ-ইঞ্জিন’ গুগলের কাছে এটা চ্যালেঞ্জেরই সমান, এমনই অভিমত বিজ্ঞানীদের। কানপুরে অবস্থিত ইন্ডিয়ান ইনস্টিটিউট-র কম্পিউটার বিজ্ঞানী অর্ণব ভট্টাচার্য জানালেন দ্রুত কিছু জানার ক্ষেত্রে এটি ব্যবহার করা যেতেই পারে।এই নতুন ‘সার্চ ইঞ্জিনটি’ অক্সফোর্ড ইউনিভার্সিটির ফিজিক্স-র প্রাক্তন ছাত্র ও বর্তমানে ‘উলফ্রাম রিসাক’ কোম্পানীর অধিকর্তার মস্তিষ্ক প্রসূত সফটওয়্যার ‘ম্যাথামেটিকা’ ব্যবহার করে।বিজ্ঞান, প্রযুক্তির থেকে শুরু করে অর্থনীতি সংস্কৃতি,খেলাধূলো,ইতিহাস,ভূগোল, প্রতিটি বিষয়েই এর অবাধ বিচরণ, জানালেন অর্ণব ভট্টাচার্য।এই সার্চ ইঞ্জিনটি খুঁজে পেতে হলে টাইপ করতে হবে http://www.wolframalpha.com। প্রযুক্তির দিক দিয়ে অনেকটাই এগিয়ে থাকা এই ইঞ্জিনটিতে ‘শোলে’ এই শব্দটি টাইপ করলে ১৯৭৫ সালের মুক্তিপ্রাপ্ত এই বিখ্যাত চলচ্চিত্রটির মুক্তির দিন,চরিত্র সবই পাওয়া যাবে।পরিপূর্ণতা,প্রযুক্তি সব দিক দিয়ে এগিয়ে থাকা সত্যিই কি চ্যালেঞ্জের মুখে ফেলে দিল সবার মন কেড়ে নেওয়া ‘গুগল’কে?? আবার কি ইয়াহুকে ছেড়ে নতুন এই প্রতিযোগী কে নিয়ে চিন্তায় পড়ে গেল গুগল অধিকর্ত??

No comments:

Post a Comment