Wednesday, September 2, 2009

মৌলবাদের রাজধানী পাকিস্থানে ক্রমাগত বেড়ে চলেছে যৌন-ব্যবসা......





উগ্র মৌলবাদীদের চূড়ান্ত ভোগবাদের শিকার হচ্ছে পাকিস্থানের নারীরা। আর তাই বেড়ে চলেছে যৌনকর্মীদের সংখ্যা। কাউকে ধরে আনা হচ্ছে জোর করে৷ আইনগতভাবে নিষিদ্ধ হলেও আইনকে ফাঁকি দিয়েই পাকিস্থানে বেড়ে চলেছে দেহব্যবসা৷

এক সমীক্ষা থেকে জানা গেছে, লাহোরে অন্তত ৩ হাজার যৌনকর্মী রয়েছে যারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে খদ্দেরের খোঁজে৷ আর চাহিদাও এত বেশি যে মধ্যরাতের আগেই খদ্দের পেয়ে যাচ্ছে তারা৷ তাদেরকে সহায়তা করছে দুর্নীতিগ্রস্ত কিছু পুলিশ ৷ যৌনকর্মীদের দিয়ে পুলিশের সহায়তায় মানুষকে হয়রানির ঘটনাও লাহোরে বিরল নয়৷
পাকিস্তানে এক শ্রেণীর বাবা, মা, ভাই এমনকি স্বামীরাও ভয়ে এই ব্যবসায় পাঠাচ্ছে মেয়েদেরকে৷ এমনই এক তরুণী ২০ বছরের নিদা৷ সে জানায়, ১০ হাজার রুপি ঋণ শোধ করতে প্রথমবার তার মা-ই তাকে দেহ ব্যবসায় নামায়৷ সে সময় নাকি নিদার বয়স ছিল মাত্র ১৪!
নিদা অবশ্য থাকতে চায় না এই ব্যবসায়৷ সে জানায়, আমিও স্বপ্ন দেখি সংসার আর সন্তানের৷ কিন্তু সে সুযোগ আর নেই৷ মৌলবাদীদের বন্দুকের নলের সামনে তার উপায় আর নেই।
সরকার যদি তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেয়, তবে এই ব্যবসা ছেড়ে দিতে রাজি নিদা৷ কিন্তু সরকার কোন দায়িত্ব নিচ্ছেনা।
ফাতিমা জানিয়েছে, যৌনকর্মীদের উপর নির্যাতনও নাকি বাড়ছে দিনে দিনে৷ বিশেষত খদ্দেরের অদ্ভুত চাহিদা মেটাতে না চাইলে নির্যাতনের শিকার হচ্ছে তারা৷ অনেকসময় মেরেও ফেলা হচ্ছে৷ আর যৌনকর্মীর মৃত্যু নিয়ে ভাবতেও নাকি রাজি নয় কেউ৷
পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির অন্তত ১২টি শহরের যৌনকর্মীরা এইচআইভি/এইডস এর ঝুঁকির মুখে রয়েছে৷ ইউনিসেফ এর তথ্য অনুযায়ী, পাকিস্তানে এইচআইভি আক্রান্ত মানুষের সংখ্যা আনুমাণিক ৮৫ হাজার৷ কিন্তু সরকার নীরব।

No comments:

Post a Comment