Saturday, September 5, 2009

একদিনের ক্রিকেটকে বাঁচাতে সচিন দাওয়াই......



টি-২০ এর পর্বত প্রমান জনপ্রিয়তার সামনে অস্তিত্বের সংকটে ভূগছে একদিনের ক্রিকেট। আর সংকটে ভুগতে থাকা একদিনের ক্রিকেটকে বাঁচাতে এগিয়ে এলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার।

এতদিন একদিনের ক্রিকেটের জনপ্রিয়তার সামনে একইরকম ভাবে সংকটে ভুগছিল খোদ টেস্ট ক্রিকেট।তখন টেস্ট ক্রিকেটকে বাঁচাতে নানারকম পরিকল্পনা করেছিল আইসিসি কর্তারা।মজার ব্যাপার এখন সেই ক্রিকেটই চ্যালেঞ্জের সামনে।ক্রিকেট কর্তারা এখনও কোন পথ বের না করতে পারলেও একদিনের ক্রিকেটকে বাঁচানোর নতুন টোটকা বাতলে দিলেন সচিন।

তার কথায় ৫০ ওভারের ম্যাচকে যদি ২৫ ওভারের চারটি ইনিংসে ভেঙ্গে ফেলা যায় তাহলে কিছুটা হলেও আকর্ষনীয় হয়ে উঠবে একদিনের ক্রিকেট। অর্থাৎ ২৫ ওভার করে দুটি দল ব্যাটিং করতে আসবে এবং দুটি দলকেই খেলতে হবে ২৫ ওভারের দুটি করে ইনিংস।তার উপর ভিত্তি করেই হবে জয় পরাজয়ের সিদ্ধান্ত।

সচিন বলেন যে ২০০২ সালে চাম্পিয়নস ট্রফির ফাইনালের পরেই এই পরিকল্পনাটি তাঁর মাথায় আসে। উল্লেখ্য ঐ ফাইনালটি বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়ে যাওয়ায় ভারত ও শ্রীলঙ্কা যুগ্মভাবে জয়ী ঘোষিত হয়।
তিনি বলেন যে এতে বৃষ্টির জন্য সাময়িকভাবে খেলা বন্ধ থাকলেও পরে দুটি দলই নতুন করে চিন্তা-ভাবনার সুযোগ পাবে। অর্থাৎ আখেরে লাভ হবে একদিনের ক্রিকেটেরই।

No comments:

Post a Comment