Wednesday, September 2, 2009

রোজ্জাকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন দপ্তরের অফিসাররাই......




বৈদিক ভিলেজের জমি বিতর্কে রাজনৈতিক প্রভাবের বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য প্রকাশ্যে না জানানোয় আলিমুদ্দিনের নেতৃত্ব খানিকটা হলেও স্বস্তি পেয়েছেন। মঙ্গলবার মহাকরণে তাঁর সাংবাদিক বৈঠক ডাকাকে কেন্দ্র করে যে উন্মাদনা ও কৌতুহল তৈরি হয়েছিল তাতে বেশ চিন্তায় ছিলেন সিপিএমের শীর্ষ নেতারা।

পাপ বা পারদ কখনও চাপা থাকেনা, একদিন না একদিন ফুলে উঠবেই-এই প্রবচন কার বা কাদের উদ্দেশ্যে তিনি এদিনের সাংবাদিক বৈঠকে বললেন তা খোলসা না করায় রেজ্জাক সাহেবের বিরুদ্ধেই সত্য আড়াল করার অভিযোগ উঠেছে দলের অন্দরে।
প্রসঙ্গত, বৈদিক কাণ্ডে যে সব ইস্যুতে এই রাজনৈতিক প্রভাবের বিষয়ে বিশেষভাবে প্রশ্ন উঠেছে তার মধ্যে অন্যতম হল হাইকোর্টের সিঙ্গল ও ডিভিসন বেঞ্চে এই সংক্রান্ত মামলায় সরকারের ভূমিকা নিয়ে।দুটি ক্ষেত্রেই ধোঁয়াসা রেখেছেন তিনি।২০০১ সালে দপ্তরের দায়িত্ব নেওয়ার পরও ভিলেজের বিতর্কিত জমিতে বৈদিক কর্তারা কিভাবে নির্মাণকার্য চালালেন তা নিয়ে কোনও সদুত্তর তাঁর থেকে পাওয়া যায়নি।

No comments:

Post a Comment