

আইপিএলের ফ্রাঞ্চাইজি কেনার হিড়িক পড়ে গিয়েছে বলিউড তারকাদের মধ্যে। নতু দল কেনার ব্যাপারে সলমন খানের ইচ্ছাপ্রকাশের পর সঞ্জয় দত্ত ও অজয় দেবগনও এবার এই দৌড়ে সামিল হতে চলেছেন।
২০১১ সালের আইপিএলে ১০টি দলকে খেলতে দেখা যাবে।ইতিমধ্যেই একথা জানিয়েছেন আইপিএল কমিশনার ললিত মোদি। আগামী বছরের শুরুতেই নতুন দুটি ফ্রাঞ্চাইজির জন্য অকশন করবে আইপিএল কমিটি।কয়েক দিন পূর্বে মুম্বাইয়ে ললিত মোদির সঙ্গে দেখা করে দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন সলমন খান।
সলমনের পর আইপিএলের নতুন দল কেনার ব্যাপারে ললিত মোদির সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন সঞ্জয় দত্ত।সঞ্জয় এবং অজয় আমেদাবাদের দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই আইপিএলে দল কিনেছেন শাহরুখ খান, প্রীতি জিন্টা ও শিল্পা শেঠি।
২০১১ সালের আইপিএলে ১০টি দলকে খেলতে দেখা যাবে।ইতিমধ্যেই একথা জানিয়েছেন আইপিএল কমিশনার ললিত মোদি। আগামী বছরের শুরুতেই নতুন দুটি ফ্রাঞ্চাইজির জন্য অকশন করবে আইপিএল কমিটি।কয়েক দিন পূর্বে মুম্বাইয়ে ললিত মোদির সঙ্গে দেখা করে দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছিলেন সলমন খান।
সলমনের পর আইপিএলের নতুন দল কেনার ব্যাপারে ললিত মোদির সঙ্গে ইতিমধ্যেই দেখা করেছেন সঞ্জয় দত্ত।সঞ্জয় এবং অজয় আমেদাবাদের দল কেনার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। ইতিমধ্যেই আইপিএলে দল কিনেছেন শাহরুখ খান, প্রীতি জিন্টা ও শিল্পা শেঠি।
No comments:
Post a Comment