

সমকামিতা নিয়ে এবার বৈপ্লবিক সিদ্ধান্তের পথে কেন্দ্রীয় সরকার৷ দিল্লি হাই কোর্ট সমকামিতা নিয়ে যে রায় দিয়েছিল তার বিরুদ্ধে সুপ্রীম কোর্টে আপিল না করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রে৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত ভারতীয় সমাজে সমকামিতাকে স্বীকৃত দেওয়ার পথে এক উল্লেখযোগ্য পদক্ষেপ হতে পারে৷ যদিও এই ব্যাপারে কেন্দ্রের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে এখন কিছু জানানো হয় নি৷ তবে নির্ভরযোগ্য সূত্রের খবর সমকামিতা নিয়ে সিদ্ধান্ত নিতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিন কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে গঠিত বিশেষ কমিটি এ ব্যপারে সহমত হয়েছে৷ এই কমিটি রয়েছেন কেন্দ্রীয় আইনমন্ত্রী বীরাপ্পা মৈলি, স্বাস্থ্য মন্ত্রী গুলাম নবি আজাদ ও কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী পি চিদামবরম৷ এর আগে দীর্ঘ দিন ধরে তিন কেন্দ্রীয় মন্ত্রী বিভিন্ন সমাজসেবী সংগঠন থেকে শুরু করে, আইনজীবিদের সঙ্গে শলা পরামর্শ করেছে৷ মনে করা হচ্ছে সমকামিতা আইন নিয়ে তাদের লিখিত বক্তব্য কেন্দ্রীয় মন্ত্রীসভার অনুমোদনের জন্য আগামী বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেটের বৈঠকে পেশ করা হবে৷ এদিকে আইন মন্ত্রী বীরাপ্পা মৈলি'র সঙ্গে এই ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি৷
No comments:
Post a Comment