Saturday, September 5, 2009

জমি কেলেঙ্কারি নিয়ে দলে ঝগড়া-আই টি হাব বাতিলের ভাবনা রাজ্য সরকারের......




বৈদিক ভিলেজ কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে রাজারহাটে যে তথ্যপ্রযুক্তি উপনগরী প্রকল্প তৈরি হতে যাচ্ছিল, আপাতত তা বাতিল করার পথেই সরকার। এই বিতর্কে স্বয়ং মুখ্যমন্ত্রীর নাম জড়িয়ে যাওয়ায় মুখ বাঁচাতে পার্টী আর এ বিষয়ে এগোতে চাইছেনা।
কিন্তু শিল্পমন্ত্রী নিরুপম সেনের মত দু-একজন রাজ্য সম্পাদকমন্ডলীর সদস্য এখনও এই সিদ্ধান্তের সঙ্গে একমত না হওয়ায় পার্টি বা সরকার প্রকল্প বাতিলের কথা সরা সরি ঘোষনা করতে পারছেনা। শীর্ষ নের্তৃত্বের মধ্যে এই নিয়ে ঝগড়া চরমে।অবশ্য ইতিমধ্যেই সরকারের মান বাঁচাতে দু-তিনটি বড় মাপের তথ্য-প্রযুক্তি কোম্পানীর জন্য বিকল্প জমি খোঁজার কাজ শুরু করার নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য রাজারহাটে গায়ের জোরে সিপিএমের জমি দখলের প্রতিবাদে বৈদিক ভিলেজ চলো অভিযানের ডাক দিলেন মমতা ব্যানার্জী। খেলাকে কেন্দ্র করে যে মাঠে ফুটবল খেলা নিয়ে গণ্ডগোল বেঁধেছিল সেই শিখরপুরের মাঠেই আগামী মঙ্গলবার সভা করবেন তিনি।

No comments:

Post a Comment