

ভারতীয় জনতা দল থেকে বহিস্কৃত নেতা যশবন্ত সিংহের লেখা নিতর্কিত বইকে নিষিদ্ধ ঘোষনা করেছিল গুজরাত সরকার। আজ তা তুলে নেওয়ার জন্য সরকার কে আদেশ দিল গুজরাত হাই কোর্ট। উল্লেক্ষ্য পাকিস্থানের প্রতিষ্ঠাতা মহঃ আলি জিন্নাহ-এর উপরে লেখা এই বইটি প্রকাশিত হওয়ার পরই বিতর্ক দানা বেঁধে ছিল বিজেপির অন্দরমহল থেকে ভারতীয় রাজনীতিতে। এটিকে নিষিদ্ধ ঘোষনা করা হলেও গুজরাতের দুজন সমাজসেবী সরকারের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন।যার ফলেই আজ এই নির্দেশ দেন গুজরাত হাইকোর্ট।
উল্লেক্ষ্য, গুজরাত সরকার এই বইটিকে বিতর্কিত, গণতন্ত্রবিরোধী বলে নিষিদ্ধ ঘোষনা করে ছিলেন। কিন্তু আজ হাইকোর্ট তার রায় দেওয়ার সময় অভিযোগ করে যে নিষিদ্ধ করবার পূর্বে সরকার এটি পড়ে দেখেনি। জাতীয় স্বার্থ বিরোধী হিসাবে এই বইটিকে দেখানোর পূর্বে সরকার মস্তিষ্কের ব্যবহার করেননি বলেও হাইকোর্ট জানিয়েছে।
যশবন্ত সিংহ জানিয়েছেন যে এই সিদ্ধান্তে তিনি সত্যিই বিস্মিত।
No comments:
Post a Comment