
সমাজ কল্যাণকর কাজে এবার এগিয়ে আসছে কলকাতার অসংখ্য পূজো কমিটি। এই উৎসব যে শুধুমাত্র আনন্দোৎসব নয় সে কথাও বলছেন তারা। তাই এই আনন্দের দিনগুলিতে শুধুমাত্র নিজেরাই আনন্দে না কাটিয়ে তাতে যুক্ত করতে চাইছেন দুঃস্থ দরিদ্র মানুষজনকেও। যেমন বেহালার স্টেট ব্যাঙ্ক পূজ়ো কমিটির পক্ষে এক সদস্য জানালেন যে , “আলাদা কোনও থিম নিয়ে দর্শক টানায় বিশ্বাসী নই আমরা শারদোৎসবের আন্তরিকতা ও সকলের অংশগ্রহনেই আমরা এই পূজোয় সাফল্য লাভ করব।” এর পাশাপাশি দুঃস্থ মানুষদের সহায়তার জন্য বেশকিছু কর্মসূচি রাখছেন, সমাজকল্যানমূলক কাজে প্রতি বছরই আলাদা ভূমিকা থাকে বলে জানিয়েছেন অজয়বাবু।
No comments:
Post a Comment