Thursday, September 3, 2009

আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় ভারতীয়দের দৌরাত্ম...




আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সাম্প্রতিক সাফল্যের প্রতিফলন আইসিসির বর্ষ সেরার তালিকায়।ক্রিকেটার অব্‌ দ্য ইয়ার, টেস্ট ও একদিনের প্লেয়ার অব্‌ দ্য ইয়ার-মূল তিনটি বিভাগেই রয়েছে ভারতের একাধিক খেলোয়াড়।
আর এখানেও নেতৃত্বে মহেন্দ্র সিং ধোনি। তিনটি বিভাগেই নমিনেশন পেয়েছেন তিনি।তার সাথে রয়েছে যথাক্রমে গৌতম গম্ভীর, হরভজন সিং, ভিভি এস লক্ষ্মন, যুবরাজ সিং, বীরেন্দ্র শেহবাগ ও জাহির খান। ইমার্জিং ক্রিকেটার অব্‌ দ্য ইয়ার হিসাবে নাম রয়েছে অমিত মিশ্রের।মহিলাদের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের তালিকায় রয়েছে বাংলার প্রিয়াঙ্কা রায় ও বর্ষীয়ান ক্রিকেটার মিতালি রাজ।
২০-২০ বিশ্বকাপে খারাপ ফলের জন্য জাহির খান ছাড়া আর কেউ এই বিভাগে স্থান পাননি।

No comments:

Post a Comment