

আগামী ২০১৬ সালের অলিম্পিক কোথায় হবে তাই নিয়ে এখন চারটি শহরের মধ্যে চলছে তুমুল প্রতিযোগিতা৷ তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সর্বশেষ প্রতিবেদনে জয়ের পাল্লাটা অনেকটাই হেলে পড়েছে স্পেনের মাদ্রিদের দিকে৷
আগামী অলিম্পিক যে লন্ডনে হতে যাচ্ছে সেটা সকলেই জানে৷ তবে এরপরের আসর কোথায় হবে সেটা নির্ধারিত হবে ২ অক্টোবর কোপেনহেগেনে৷ সেখানে আইওসির ১০৭ টি সদস্য দেশ ভোট দিয়ে নির্বাচিত করবেন ২০১৬ সালের অলিম্পিক ভেন্যু৷ এই ভেন্যু হওয়ার দৌড়ে রয়েছে স্পেনের মাদ্রিদ ছাড়াও, যুক্তরাষ্ট্রের শিকাগো, ব্রাজিলের রিও ডি জেনিরো এবং জাপানের টোকিও৷ অবকাঠামোগত সুযোগ সুবিধা ছাড়াও প্রশাসনিক দক্ষতার ওপর নির্ভর করছে অলিম্পিক ভেন্যু নির্বাচনের বিষয়টি৷ বুধবার আইওসি যে প্রতিবেদন দেওয়ার পর উচ্ছাস প্রকাশ করেছেন মাদ্রিদের মেয়র আলবার্টো রুইজ গালার্ডন৷ তিনি জানিয়েছেন যে প্রতিবেদনে মাদ্রিদ সবচেয়ে বেশি প্রশংসা এবং কম সমালোচনা পেয়েছে৷ তিনি বলেন, প্রতিবেদনের পর ভেন্যু হওয়ার লড়াইয়ে মাদ্রিদ আরো শক্তিশালী অবস্থানে গিয়েছে৷ বার্তা সংস্থাগুলোর মতে, আইওসির প্রতিবেদনে মাদ্রিদ ছাড়াও রিও ডি জেনিরোকে 'অত্যন্ত উচ্চ মানের' ভেন্যু হিসেবে মূল্যায়ন করা হয়েছে৷ অপরদিকে শিকাগো এবং টোকিও কে’ও 'উচ্চ মানের' ভেন্যু বলে মূল্যায়ন করা হয়েছে।।
No comments:
Post a Comment