Tuesday, September 1, 2009

মন্দার প্রভাব কমে এসেছে বললেন প্রধানমন্ত্রী......



অর্থনৈতিক মন্দা থেকে ভারত তো বটেই সারা বিশ্ব ধীরে হলে মুক্তি'র দিকে যাচ্ছে৷ প্লানিং কমিশনের বৈঠকে এসে একথা খোলাখুলি ভাবে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ তিনি জানিয়েছেন বিশ্বে'র আর্থিক অবস্থা ও দেশের অবস্থার দিকে সর্তক নজর রয়েছে সরকারের৷ এখন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে উন্নতির যে লক্ষ্মন দেখা যাচ্ছে তা ধরে রাখার জন্য সার্বিক ভাবে তত্পরতা দরকার বলে জানান৷ সোমবার সরকারের পক্ষ থেকে প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে গত বছরের শেষ ভাগে ও বর্তমান বছরের শুরু দিকে আর্থিক বৃদ্ধি যা ছিল তার থেকে বর্তমানে অবস্থা বেশ ভালো দিকে৷ প্রধানমন্ত্রী সর্তক করে দিয়ে জানিয়েছেন সরকার ও বে-সরকারী প্রতিষ্ঠানকে তত্পর হতে হবে আর্থিক বৃদ্ধি বজায় রাখার জন্য৷ তাহলে কিন্তু চিত্রের বদল হওয়া সম্ভব৷ এর পাশাপাশি এবার আশানুরুপ বৃষ্টি না হওয়াতে যে সমস্যা বেড়েছে তা স্বীকার করে নিয়েছেন প্রধানমন্ত্রী৷ তবে সবটাই যে ব্যক্তিগত ভাবে ও সরকারের প্রধান হিসাবে চ্যালেঞ্জ বলে দেখছেন তাও পরিস্কার করে দিয়েছেন৷ বর্তমানে সরকার মন্দা মোকাবিলায় যে সকল প্যাকেজ ঘোষণা করেছে তার প্রভাব বাজারে পড়তে শুরু করেছে৷ আগামী দিনে সরকার খরা মোকাবিলায় যে বিশেষ প্রধান্য দেওয়ার পরিকল্পনা করেছে তা জানিযে দিয়েছেন৷

No comments:

Post a Comment