Tuesday, September 1, 2009

উত্তরভারতে ভূ-গর্ভস্থ জলের পরিমাণ কমে যাচ্ছে-কেন?




পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থানের মতো রাজ্যে প্রচুর পরিমাণে ব্যবহ্রত হয়েছে ভূ-গর্ভস্থ জল।কিন্তু তা পূরণ করেনি সরকার।নেচার নামক এক ম্যাগাজিনে প্রকাশিত তাদের রিসার্চ পেপারে ক্যালিফোর্নিয়ার দুজন অধ্যাপক ফামিগ্লিয়েত্তি এবং ইসাবেল্লা জানিয়েছেন যে এই বিশাল পরিমাণ জল ভু-ভাগের উপরে যে জল পাওয়া যায় তার অন্তর্ভূক্ত নয়।
যেখানে উত্তর-পশ্চিম ভারতে জলের পরিমাণ কমে যাচ্ছে সেখানে দক্ষিণ ভারতের ভূ-গর্ভস্থ জলের পরিমাণ দিনের পর দিন বেড়ে যাচ্ছে বলে জানা গেছে।
অধ্যাপক ফ্যামিগ্লিয়েত্তি আনিয়েছেন যে ভূ-গর্ভস্থ জল অনেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো, জমার পরিমাণ যদি তুলে নেওয়ার পরিমাণ থেকে বেশী হয় তাহলে ব্যালান্স ক্রমে বেড়ে যাবে। ২০০২ থেকে ২০০৮ সাল তার প্রজেক্টের এই সময়কালের মধ্যে দেশে বৃষ্টির পরিমাণও খুব একটা কমেনি কিন্তু তা সত্বেও জলের এই স্তর কমে যাওয়ার কারণ হিসাবে তিনি জলসেচের কথাই বলেছেন।তার এই মতকে সমর্থন জানিয়েছেন ইন্ডিয়াস ওয়াটার ইকোনমির সহযোগী লেখক জন ব্রিসকো।তিনি তার এই বইয়ে ভবিষ্যতে ভারতে জলের সমস্যা নিয়ে তিনি সরকারকে সচেতন করে দিয়েছিলেন।
তার মতে রাজনীতিবিদ্‌রা সবসময় কৃষকদেরকে বিদ্যুৎ সরবরাহে ছাড় দিয়ে থাকে কিন্তু হাজারেরও বেশী কৃষক যখন এতে প্রলুব্ধ হয়ে বেশী পরিমাণে পাম্প দিয়ে জল তুলতে থাকে তখন সার্বিকভাবে এটা খুবই ক্ষতিকর।
ভারতে বিশেষ করে গ্রীষ্ম ও শীতকালে যখন বৃষ্টির পরিমাণ খুবই কম তখন কৃষকদের জলসেচের উপরই নির্ভর করতে হয়। আর উল্লেক্ষ্য ১ টন গম উৎপাদন করতে ১০০০ টন জলের দরকার হয়।ফলে ভূ-গর্ভস্থ জলের পরিমাণ দিনের পর দিন কমে যাচ্ছে।

No comments:

Post a Comment