Tuesday, September 1, 2009

সিঙ্গুরে জমি ফেরতে দিতে পারে কোম্পানী:টাটা….




সিঙ্গুরে ন্যানোর জন্য যে জমি রাজ্য সরকার অধিগ্রহণ করেছিল তা এবার রাজ্য সরকারের হাতে তুলে দিতে কোম্পানীর কোন সমস্যা নেই বলে জানিয়ে দিলেন টাটা মোর্টরসের কর্ণধার রতন টাটা৷ তবে শর্ত হিসাবে এর সঙ্গে যোগ করেছেন টাটা মোটরসের পক্ষ থেকে সেখানে যে পরিমানে বিনিয়োগ করা হয়েছিল তা ফিরিয়ে দিলে তারা জমি ফিরিয়ে দেবেন৷ যখন সিঙ্গুরে ন্যানো প্রকল্প হয় নি তখন জমি আটকে রাখার কোন পরিকল্পনা তার নেই বলে পরিস্কার করে দিয়েছেন৷ সিঙ্গুর থেকে গত মাসের অক্টোবরে টাটা'র ন্যানো কারখানা সরিয়ে নেওয়ার পরেও বাতাসে খবর ভাসছিল পরে এখানে অন্য কোন গাড়ী কোম্পানী করতে পারেন টাটা কতৃপক্ষ৷ এমন কি বুদ্ধবাবু নিজের ব্যক্তিগত স্তরে সচেষ্ট ছিলেন যদি টাটা এখানে অন্য কোন গাড়ী উত্পাদন কেন্দ্র করে৷ তবে এবার টাটার ঘোষণার সঙ্গে সঙ্গে সেই সম্ভাবনায় ইতি পড়ে গেল৷ টাটা'রা সিঙ্গুর ছেড়ে চলে যাওয়ার পরে পড়ে একবার রাজ্য সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল এখানে অন্য কোন গাড়ী কোম্পানীর কারখানা করা সম্ভব কিনা তা নিয়ে আলোচনা চলছে৷ প্রাথমিক ভাবে মাহিন্দ্রা কোম্পানীর সঙ্গে আলোচনা বেশ খানিকটা এগিয়ে গিয়েছিল৷ তবে শেষ পর্যন্ত টাটা কতৃপক্ষের মত জমি সংক্রান্ত সমস্যা হতে পারে বুঝতে পেরে মাহিন্দ্রা কতৃপক্ষ তাদের বিনিয়োগের প্রস্তাব স্থগিত রাখে৷ এদিকে কয়েক দিন আগে টাটা মোর্টরসের এক বৈঠকে এসে রতন টাটা জানিয়ে ছিলেন এখন পর্যন্ত পাওয়া হিসাব অনুসারে সিঙ্গুরে ১০০ কোটি টাকা বিনিয়োগ হয়েছিল৷ রাজ্য সরকার সেই টাকা দিয়ে দিলে জমি ফেরত দিয়ে দেবেন টাটা কতৃপক্ষ৷ রাজ্য সরকারের পক্ষে সেই টাকা ফেরতে দেওয়া কার্যত অসম্ভব৷ প্রসঙ্গত কিছু দিন আগে ভারত হেভি ইলেকট্রিকস বা ভেলের পক্ষ থেকে এখান ৬৫০ একর জায়গায় বিদ্যুত কেন্দ্রে স্থাপনের প্রস্তাব রাজ্য সরকারকে দেওয়া হয়েছে৷ রাজ্য সরকার সেই প্রস্তাব পেয়ে দ্রুত তাকে বাস্তাবায়িত করতে উঠে পড়ে লেগেছে৷ তৃণমূল নেত্রীর সিঙ্গুরে যে জমি নিয়ে আপত্তি ছিল তাকে বাদ দিয়ে ৬৫০ একর জমি ভেল কতৃপক্ষ'কে দেওয়া অসম্ভব কিছু নয়৷ এই ধরনের কিছু হলে বিরোধী নেত্রী মমতা ব্যানার্জী কোন ভাবে আপত্তি করবেন না বলে রাজ্য সরকারের বিশ্বাস৷ রাজ্য সরকারের পক্ষ থেকে ভেল অকতৃপক্ষের কাছে আনুষ্ঠানিক ভবে প্রস্তাব পাঠানো হযেছে কি ভাবে তারা কত সময়ের মধ্যে বিদ্যুত প্রকল্প গড়ে তুলছে চান তা বিস্তারিত জানানোর জন্য৷ তবে সমস্যা হতে পারে টাটা কতৃপক্ষের ক্ষতিপূরণ নিয়ে৷

No comments:

Post a Comment