

টানা দ্বিতীয়বার নেহেরু কাপ জয়। ট্রাইবেকারে সিরিয়াকে হারাল ভারত।আম্বেদকর স্টেডিয়ামের ২০ হাজার দর্শক আনন্দে আত্মহারা। আর এই আনন্দ এনে দেওয়ার পেছনে যিনি তিনি গোলরক্ষক সুব্রত পাল, সোদপুরের মিষ্টু। গোটা টুর্ণামেন্টে ধারাবাহিক দক্ষতায় গোলরক্ষা করে ফাইনালের অবিসংবাদিত নায়ক তিনি।
টানটান উত্তেজনার ম্যাচ-চেয়ার থেকে একমুহুর্তের জন্য উঠতে দেয়নি টিভির সামনে বসে থাকা ফুটবল প্রেমিকদের।খেলার প্রথমার্ধে ভারত আক্রমণাত্মক তো দ্বিতীয়ার্ধে সিরিয়া।৯০ মিনিটের খেলার ফলাফল ভারত শূণ্য সিরিয়া শূণ্য।শুরু হয় অতিরিক্ত সময়ের খেলা। এই সময়ের দ্বিতীয়ার্ধে ফ্রিকিক থেকে গোল করে পরিবর্ত হিসাবে মাঠে নামা রেনেডি সিং। এরপরেই পালটে যায় খেলার চেহারা। গোল শোধ দেয় সিরিয়া। খেলা পৌঁছয় ট্রাইবেকারে। আর এখানেই ভারতকে বাঁচানোর সমস্ত দায়ভার চলে যায় সুব্রত-এর কাছে। যা তিনি পালন করলেন যথাযথভাবে।
প্রথমে ১-১ অবস্থায় গোল মিস করেন রেনেডি সিং। চাপে পড়ে যায় ভারত কিন্তু আয়ানের শট মাটিতে ড্রাইভ দিয়ে বাঁচিয়ে দেন সুব্রত। আবার এগিয়ে যায় ভারত। সিরিয়ার হয়ে তৃতীয় স্পট কিকটি নিতে আসেন হজ মহম্মদ। অসাধারণ প্রতিবর্তী ক্রিয়ার প্রমাণ দিয়ে বাঁ হাতে সেই শটটি বাঁচিয়ে দেন তিনি। সেখান থেকে স্কোর দাঁড়ায় ৪-৪। সাডেন ডেথে সুরকুমারের গোলে ভারত এগিয়ে যায় ৫-৪ গোলে। গোটা মাঠ তখন সুব্রতর দিকে তাকিয়ে বাঁচিয়ে দিলেই কাপ ভারতের। আর আলতাউসির উঁচু শট্ শূণ্যে উড়ে ফিস্ট করে ক্রসবারের উপর তুলে ভারতকে দ্বিতীয়বার নেহেরু কাপ জেতালেন তিনি। অবসান হয় ১২০ মিনিটের উত্তেজনার। আর নায়ক সোদপুরের মিষ্টু
No comments:
Post a Comment