Monday, August 31, 2009

সোয়াইনের আক্রমণ-ছাড় পেলেননা কলম্বিয়ার রাষ্ট্রপতিও......




সোয়াইন ফ্লুতে আক্রান্ত হলেন কলম্বিয়ার রাষ্ট্রপতি অল্বারো উরিবে৷ রাষ্ট্রপতি ভবন সূত্রে এখবর জানা গেছে৷ এমনকি কলম্বিয়ার স্বাস্থ্যমন্ত্রক'এর আধিকারিকরা জানিয়েছে যেসব দক্ষিণ আমেরিকান নেতারা রাষ্ট্রপতির সঙ্গে শীর্ষ বৈঠকে শামিল হয়েছিলেন তারা যেন অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেন৷ গত শুক্রবার আর্জেন্টিনায় 'ইউনিয়ন অফ সাউথ আমেরিকান নেশেন্স'এর শিখর সন্মেলনে অংশ নিয়েছিলেন উরিবে৷ 57 বছর বয়সী উরিবে গত শুক্রবার আর্জেন্টিনার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন, তখনই তার মধ্যে সোয়াইন ফ্লুয়ের লক্ষণ দেখা গেছিল৷ দেশে ফিরে পরীক্ষা করালে সোয়াইনে আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসে৷ জানা গেছে উরাবে'র অবস্থা অতটা গুরুতর নয় ও তিনি ঘরে বসে কম্পিউটারের মাধ্যমে কাজ করছেন৷ আগামী সাতদিন পর্যন্ত তার শারীরিক অবস্থার দিকে পর্যবেক্ষণ রাখবেন ডাক্তাররা৷

No comments:

Post a Comment