Thursday, August 20, 2009

বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায় স্থান পেলেন সোনিয়া গান্ধী......




ফোর্বস প্রকাশিত বিশ্বের প্রভাবশালী মহিলাদের তালিকায় ১৫ জনের মধ্যে স্থান পেলেন জাতীয় কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। তিন নম্বর স্থানে রয়েছে পেপসিকোর সি ই ও ইন্দ্রা নুয়ি।এছাড়াও ভারতীয় মহিলা হিসাবে স্থান পেয়েছে বায়োকন ইন্ডিয়ার চেয়ারম্যান কিরন মজুমদার শ'।
উল্লেখ্য গতকাল রাত্রে এই তালিকা প্রকাশিত হয়। মডেলের মঞ্চ থেকে রাজনীতিতে প্রভাবশালী মহিলাদের নিয়েই এই তালিকা তৈরি হয়েছে। এতে প্রথম স্থানে রয়েছে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মর্কেল।
এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একমাত্র দক্ষিন এশিয়ান মহিলা হিসাবে এই তালিকায় স্থান করে নিয়েছে্ন। উল্লেখ্য তালিকা তৈরির সময় ফোর্বস বিশেষ করে বড় কোম্পানী ও দেশ নিপুণভাবে চালানোয় দক্ষতার উপর বিশেষভাবে নজর দিয়েছেন।

No comments:

Post a Comment