Saturday, August 22, 2009

মেট্রোয় চাপলেন রাহুল গান্ধী




কংগ্রেসের মহাসচিব রাহুল গান্ধী রাজধানী দিল্লীতে ট্রাফিক জ্যামের থেকে বাঁচবার জন্য দ্বারকা থেকে কনট প্লেস পর্যন্ত মেট্রো রেল চাপলেন৷ সূত্র অনুযায়ী পাওয়া খবরে একথা জানা গেছে৷ গতকাল রাতে ছত্রিশগড়ের রাজধানী রায়পুর থেকে দিল্লী ফেরেন রাহুল৷ রাহুলের কনভয় প্রচন্ড বৃষ্টিপাতের কারণে দিল্লীর বিমানবন্দরের বাইরের ট্রাফিক জ্যামে ফেঁসে যায়৷ অনেকক্ষণ জ্যামে আটকে পড়তে পারেন এটা চিন্তা করে আচমকা রাহুলের কনভয় দ্বারকা'র দিকে চলে যায়৷ সেখান থেকে মেট্রো রেল ধরে কনট প্লেস পর্যন্ত যাত্রা করেন৷ রাহুল গান্ধীকে মেট্রো চাপতে দেখে সেখানে উপস্থিত যাত্রীরা আশ্চর্য হয়ে যান৷ কনট প্লেস মেট্রো স্টেশনে নামার পর সেখানে তাঁর জন্য অপেক্ষা করা অন্য আরেকটি গাড়িতে করে নিজের বাড়িতে চলে যান রাহুল৷

No comments:

Post a Comment