Wednesday, August 5, 2009

পোষ্ট-অফিস বন্ধ হতে চলেছে আমেরিকায়.....




আর্থিক মন্দার কারণে বন্ধ হতে চলেছে সেখানকার পোষ্ট-অফিসগুলি। সম্প্রতি আমেরিকার পোষ্টাল সার্ভিস এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। সাম্প্রতিক আর্থিক মন্দার দিকে তাকিয়েই তাদের এই সিদ্ধান্ত।
সাধারণ মানুষ থেকে বিজ্ঞাপনদাতা সবার কাছেই গ্রহণযোগ্যতা হারিয়েছিল পোষ্ট-অফিস গুলি।এখন বিল মেটানোর জন্য আর ব্যবহ্রত হয়না এই পোষ্ট-অফিসগুলি ।ইন্টারনেটের মাধ্যমেই এখন বেশীরভাগ মানুষ তাদের বিল মেটায়। ইতিমধ্যেই পোষ্ট-অফিসগুলি স্ট্যাম্পের মূল্য বাড়িয়ে দিয়েছে এবং কিছু কর্মচারীকে ছাঁটাই করেছে। আর্থিক সংকট থেকে মুক্তি পেতে মেইল এক সপ্তাহে এক বার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। তবুও এবছরে তাদের লাভের পরিমাণ ৭ বিলিয়নের বেশী যেতে পারেনি।তাই এই সিদ্ধান্ত।

No comments:

Post a Comment