Wednesday, August 26, 2009

দিল্লির ডসিয়ার অগ্রাহ্য করারা পর পাকিস্থানকে কটাক্ষ কৃষ্ণার......




মুম্বাই সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগে জামাত-উদ-দাউ নেতা হাফিজ মহম্মদ সৈইদ ও জাকি উপর রহমান লাখভির বিরুদ্ধে রেড কর্নার নোটিশ জারি করার পরেও এদের বিরুদ্ধে ব্যাবস্থা নিতে নারাজ পাক সরকার৷ পাক বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে মুম্বাই কান্ড নিয়ে এমাসে ২১ তারিখে দিল্লি যে ডসিয়ার পাকিস্তানের হাতে তুলে দিয়েছে তার মধ্যে সৈইদ ও লাখভি'র বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়ার মত যথেষ্ট প্রমাণ নেই৷ এই অজুহাতে ডসিয়ারকে বাতিল করে দিয়েছে পাকিস্তান৷ পাকিস্তানের এই পদক্ষেপ যে ভালো ভাবে গ্রহণ করে নি দিল্লি তা বিদেশ মন্ত্রীর কথা থেকে পরিস্কার৷ বিদেশ মন্ত্রী এস এম কৃষ্ণা জানান যে প্রমানের উপরে ভিত্তি করে ইন্টারপোল দুইজনের বিরুদ্ধে রেড কর্নার নোটিশ দিল সেই প্রমাণকে ভিত্তিহীন বলে ইসলামাবাদ উড়িয়ে দিচ্ছে৷ পাকিস্তানের এই ধরনের মানসিকতা থেকে পরিস্কার সন্ত্রাসের বিরুদ্ধে শক্ত ব্যাবস্থা নেওয়ার ক্ষেত্রে পাকিস্তান কতটা ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করছে৷ এস এম কৃষ্ণা বলেন পাকিস্তান সাধারণত কোন সন্ত্রাসের পরে নিজেদের আত্মরক্ষার জন্য মুখে সন্ত্রাস বিরোধী কথা বলে৷ পরে ধীরে ধীরে নিজের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়৷ সমঝোতা এক্সেপ্রেস থেকে মুম্বাই কান্ড সব ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি হয়েছে৷ আগামী দিনে পাকিস্তানের এই মনোভাবে সামনে দিল্লি কি অবস্থান গ্রহণ করবে তা নিয়ে সরাসরি কোন মন্তব্য বিদেশ মন্ত্রী করতে রাজি না হলেও তারা যে বিকল্প ব্যবস্থা নিয়ে ভাবনা চিন্তা করছেন তা পরিস্কার করে দিয়েছেন৷

No comments:

Post a Comment