Tuesday, August 25, 2009

ক্ষমতা দখলের লড়াই-সংঘর্ষে মেতে উঠল কলকাতার দুই ছাত্র সংগঠন......




ঋষি বঙ্কিম চন্দ্র কলেজ থেকে শুরু করে আশুতোষ কলেজ –কলকাতার কলেজগুলিতে ক্ষমতা দখলের লড়াইয়ে সংঘর্ষে মেতে উঠল ছাত্র্ররা। দুই যুযুধান ছাত্র সংগঠন এস এফ আই ও তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা আজ সংঘর্ষে জড়িয়ে পড়ল।
কি ঘটেছিল আজ-
নৈহাটির ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে ইউনিয়ন রুমে টি এম সি পির সদস্যরা প্রবেশ করতে গেলে এস এফ আই এর সদস্যরা বাঁধা দেয় বলে অভিযোগ। এরপ্রই হাতাহাতি হয় দুই দলের সদস্যদের মধ্যে। উল্লেখ্য সেখানে অনেকদিন ধরেই ক্ষমতাই রয়েছে এস এফ আই।
আর আশুতোষ কলেজে পোস্টার লাগানো নিয়ে দ্বন্দ বাঁধে সিপিএম এবং তৃণমূলের দুই ছাত্র সংগঠনের মধ্যে। শেষে ভবানীপুর থানার পুলিশ এসে পরিস্থিতি আয়ত্তে আনে। এস এফ আই এর সদস্যরা স্থানীয় থানায় টি এম সি পির সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।
মূলত নতুন ছাত্রদের কাছে নিজেদের সাংগঠনিক ক্ষমতা প্রদর্শনের জন্যই এই সংঘর্ষ বাঁধে বলে মনে করা হচ্ছে।

এস এফ আই সমর্থকদের অভিযোগ লোকসভার নির্বাচনের পরেই টি এম সি পির বিরোধী ছাত্র সংগঠনগুলি সক্রিয় হয়ে কলেজগুলিতে সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে।।

No comments:

Post a Comment