

টালীগঞ্জ থেকে গড়িয়া স্টেশন পর্যন্ত যাত্রা শুরু হল মেট্রো রেলের। প্রতিটি স্টেশনের নামকরণ করা হয়েছে মহান ব্যক্তিদের নামানুসারে। বাকি স্টেশনগুলির নাম হল।নেতাজী সুভাষ, গীতাঞ্জলী ও কাজী নজরুল ইসলাম।
এছাড়াও এই মঞ্চ থেকেই রেলমন্ত্রী মমতা ব্যানার্জী ঘোষনা করলেন একগুচ্ছ নতুন কর্মসূচীর।
তাঁর ঘোষিত নতুন কর্মসূচীগুলি হল---
· চন্ডীতলায় গড়ে তোলা হবে ৭৫ বেডের মেট্রো হাসপাতাল। যার নাম হবে তপন সিনহা মেট্রো হাসপাতাল।
· বেহালায় গড়ে তোলা হবে বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের নামে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম।
· ময়দান স্টেশনের নতুন নামকরণ হবে গোষ্ঠ পাল মেট্রো স্টেশন।
No comments:
Post a Comment