

কয়েক হাজার কোটি টাকার রপ্তানি হারাচ্ছে পশ্চিমবঙ্গের তথ্যপ্রযুক্তি শিল্প।কারণ বামফ্রণ্ট সরকারের ঢিলেমি।এতদিন রাজ্য সময়মতো জমি না দেওয়ায় লগ্নির পথ রুদ্ধ ছিল। এ বার জমির বন্দোবস্ত কিছু হলেও বিশ্ব-মন্দার আঁচে থমকে যাচ্ছে সম্প্রসারণ শিল্প।
এ রাজ্যে তথ্যপ্রযুক্তি শিল্পনীতি থাকলেও জমিবণ্টন ও জমির দাম নির্ধারণের কোনও মডেল নেই।ফলে আটকে যাচ্ছে লগ্নি।তাই ইনফোসিস কিংবা আইটিসি ইনফোটেকের মতো সংস্থার প্রকল্প চলে যাচ্ছে হিমঘরে। মার খাচ্ছে রাজ্যের আইটি শিল্পও।
আর এই প্রসঙ্গে উঠে আসছে প্রশাসনিক ঢিলেমির অভিযোগ। এই ক্ষেত্রে ইনফোসিসের দৃষতান্তটি প্রাসঙ্গিক। ২০০৫ সালে এ রাজ্যে ইনফোসিসের পা রাখার কথা ছিল। ২০০৬ এর ফেব্রুয়ারিতে রাজ্যের কাছে একর জমি চায় তারা। দু’বছরেও জমি না পেয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন সংস্থার কতৃপক্ষ। ইনফোসিস জানিয়েছিল প্রকল্প বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গে ৫০০ কোটি টাকা বিনিয়োগ ও পাঁচ হাজার লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি বার্শিক রপ্তানি বাড়বে হাজার কোটি টাকার। কিন্তু জমির জটে সব থমকে গেছে।
রাজ্যের তথ্যপ্রযুক্তি মন্ত্রী দেবেশ দাস বলেন যে ইনফোসিস ও উইপ্রোর জমির বিষয়টিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে।দীর্ঘ অপেক্ষার পরে ইনফোসিস ও উইপ্রো পাচ্ছে ৯০ একর জমি।
দেবেশবাবু এখন অন্যান্য সংস্থার জমির বিষয়টিও দেখার আশ্বাস দিয়েছেন।কিন্তু সরকারি ঢিলেমির জেরেই এত দিন আইটিসি ইনফোটেকের ভাগ্যে শিঁকে ছেড়েনি। কিছি না পেয়ে এ রাজ্যে প্রকল্প করায় তাদের আর বিশেষ আগ্রহ নেই।
এ বার সেক্টর ফাইভ সহ সল্টলেকের অন্যান্য অঞ্চলের খালি প্লট তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য বরাদ্দ করতে একটি কমিটি হয়েছে। কিন্তু সেই কমিটি কি নীতি নেবে আর সংস্থাগুলি আদৌ ঠিকসময়ে জমি পাবে কিনা তা নিয়ে ধোঁয়াসা থেকেই যাচ্ছে।
No comments:
Post a Comment