

আগামী ছয় মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন এই মুহূর্তে ভারতীয় পেসার জাহির খান। আই পি এলে পাওয়া কাঁধের চোটের অপারেশন করতে তিনি এখন দক্ষিন আফ্রিকায় রয়েছেন বলে জানিয়েছেন বোর্ড সচিব৷ ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব শ্রীনিবাসন জানান দক্ষিন আফ্রিকায় অনুষ্ঠিত আই পি এলে মুম্বাই ইন্ডিয়ানের হয়ে খেলতে গিয়ে বাঁ কাধে চোট পেয়ে ছিলেন জাহির। তার পরে এক ম্যাচ বিশ্রাম নিয়ে আবার টুর্নামেন্টে খেলেছিলেন ভারতীয় এই বাঁহাতি পেসার। আপাত ভাবে মনে করা হয়েছিল কিছু দিন বিশ্রাম নিয়ে সেরে উঠবেন জাহির৷ তবে সমস্যার সমাধান না হওয়াতে তিনি নতুন করে দক্ষিন আফ্রিকায় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেন৷ সমস্ত ধরনের ডাক্তারি পরীক্ষার পর তাঁকে অপারেশনের পরামর্শ দিয়েছিলেন অস্থিরোগ বিশেষজ্ঞ মার্ক ফার্গুসন৷ গত মাসের ১৩ তারিখ দক্ষিন আফ্রিকায কাধে অপারেশন হয়েছিল জাহিরের৷ আবার জাতীয় দলে ফিরতে আগামী ছয় মাস লেগে যাবে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে৷ স্বাভাবিক ভাবে ভারতীয় দলের আসন্ন সিরিজ সহ চ্যাম্পিয়ান ট্রফিতে খেলা হবে না জাহিরের৷ বেশ কিছু দিন ধরে গোড়ালির চোটে ভোগার পরে তা সারিয়ে মাঠে ফিরেছিলেন৷ ফিরেই খুব দ্রুত নিজের ছন্দ ফিরে পেয়েছিলেন জাহির খান৷ দ্রুত নিজের ভারতীয় টিমের এক নম্বর বোলার হিসাবে প্রমান করেছিলেন৷ নাম প্রকাশে অরাজি এক ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন জাহিরের অনুপস্থিতিতে দলকে বোলং নিয়ে সমস্যায় পড়তে হবে৷
No comments:
Post a Comment