Tuesday, August 25, 2009

আবার তান্ডব চালাল মাওবাদীরা-




গতকালের পর আজ আবার তান্ডব চালাল মাওবাদীরা। গতকাল তারা উড়িয়ে দিয়েছিল ঝাড়খন্ডের লাতেহার জেলার কুমান্ডি স্টেশনের নিকটবর্তী রেললাইন। অল্পের জন্য রক্ষা পেয়েছিল রাজধানী এক্সপ্রেস। আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল আজ। আজ উড়িষ্যার সুন্দরগড় জেলার এক রেল স্টেশনে তারা হামলা চালায় এবং তিনজন রেল কর্মচারীকে অপহরন করে।
পুলিশ সুত্রে জানা গেছে যে রেলওয়ে স্টেশনের সামনে দাঁড়ানো ১৫ টি গাড়িও তার পুড়িয়ে দিয়েছে। উল্লেখ্য এই স্টেশনটি সাধারণত রাউরকেল্লা স্টীল প্ল্যান্টে আকরিক লোহা পরিবহনের ক্ষেত্রে ব্যবহ্রত হয়।এই আক্রমনের পর সমস্ত জেলায় এক আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়।
মাওবাদীদের তরফ থেকে দুই দিনের বন্ধের ডাক দেওয়া হয়েছে ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা ও ছত্রিসগড়ে। সি.পি.আই (মাও) দলের পলিটবুরো সদস্য অনিল কুমার ও সেন্ট্রাল কমিটির সদস্য কার্তিকের মুক্তির দাবিতেই এই বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা।
ভারতের বিস্তীর্ণ অঞ্চল আজ মাও সন্ত্রাসের শিকার গত আট বছরে মাওবাদীদের সন্ত্রাসিত রক্তাক্ত আন্দোলন কেড়ে নিয়েছে প্রায় ১৫০০ জন ভারতীয়ের প্রাণ।

No comments:

Post a Comment