

মহানায়ক উত্তম কুমারের নামাঙ্কিত টালীগঞ্জ থেকে গড়িয়া পর্যন্ত যাত্রা শুরু করল মেট্রো রেল। উপস্থিত ছিলেন টলিউডের বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীরা। উপস্থিত ছিলেন রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধী। এছাড়াও বাংলার শিল্পী সাহিত্যিকদেরও সমাবেশ ঘটেছিল এই মঞ্চে। গৌরব সহ মহানায়ক উত্তম কুমারের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।
একের পর এক শিল্পীরা মমতাকে তাঁর এই কাজের জন্য ধন্যবাদ জানান।
আবেগ আপ্লুত সুপ্রিয়া দেবী বলেন যে এত বড় ভালো কাজ যে মমতা করবেন তা তিনি স্বপ্নেও ভাবতেও পারেননি। এছাড়াও তিনি বলেন “উত্তম কুমার মারা যাওয়ার পর রবীন্দ্রসদনে তাঁর জায়গা হয়নি-কিন্তু মমতা তাকে যে আজ সন্মান জানালেন তা সত্যিই আনন্দের।”
রঞ্জিত মল্লিকও এই নিয়ে তার আনন্দের কথাও প্রকাশ করেন তিনি।
বর্তমান সাংসদ ও চিত্র শিল্পী তাপস পাল বলেন যে কি করে মানুষ কে শ্রদ্ধা জানাতে হয় তা তৃণমূল নেত্রী জানেন।
চিত্রশিল্পী চিরঞ্জিত মমতা ব্যানার্জীকে জহুরীবলে সম্বোধন করেন। এবং তিনিও স্বভাবতই খুশী।
No comments:
Post a Comment