Wednesday, August 19, 2009

টুকরো খবর...




সাংবাদিকদের উপর নিষেধাজ্ঞা জারী আফগানিস্থানে...
নির্বাচনের দিনে সন্ত্রাসী হামলার কোন খবর প্রকাশ না করা সংক্রান্ত আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ মানতে রাজি নয় দেশটির সাংবাদিকরা৷ বরং তাঁদের দাবি, এই আদেশ সংবিধান পরিপন্থী৷ প্রসঙ্গত, মঙ্গলবার আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ২০ আগস্ট নির্বাচনের দিনে সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত গণমাধ্যমকে হামলার কোন সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার নির্দেশ দেয়৷ নির্বাচনের দিন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি বাড়াতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে মন্ত্রণালয়৷

রাজনীতিতে আসার সম্ভাবনা উড়িয়ে দিলেন দেবশ্রী...
মেট্রো রেলের টালিগঞ্জ স্টেশনের নাম ‘মহানায়ক’ উত্তমকুমারের নামে করায় রেলমন্ত্রী মমতা ব্যানার্জীকে ধন্যবাদ জানাতে কালীঘাটে যান অভিনেত্রী দেবশ্রী রায়। শতাব্দী রায়ের পরে তিনিও রাজনীতিতে আসছেন বলে তারপরেই জল্পনা তৈরি হয়েছিল। কিন্তু তিনি এবং মমতা দুজনেই এই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন।

জুয়াড়ির টোপ নিয়ে আইসিসিতে অভিযোগ টিম অষ্ট্রেলিয়ার...
তাদের এক ক্রিকেটারকে জুয়াড়িরা টোপ দিয়েছিল বলে আই সি সির দুর্নীতি দমন শাখায় সরকারি ভাবে অভিযোগ করল অষ্ট্রেলিয়া। জানা গিয়েছে যে, লন্ডনে টিম হোটেলের বারে লর্ডস টেস্টের পরে এক ক্রিকেটারকে মোটা অঙ্কের টাকার প্রস্তাব দেওয়া হয়। বিষয়টা এখন আইসিসির তদন্তাধীন।

No comments:

Post a Comment