Friday, August 28, 2009

জনস্বার্থমুখী প্রকল্প হিসাবে দেখিয়ে বৈদিক ভিলেজকে জলের দরে জমি-কি উত্তর দেবে সরকার...।











এ রাজ্যের বাম সরকার বৈদিক ভিলেজকে দেখিয়েছে জনস্বার্থমুখী প্রকল্প হিসাবে। আর এই যুক্তিতেই ভিলেজ কে মাত্র ৯৮ লক্ষ টাকায় ৯৯ বছরের জন্য ৪৪ একর জমি লিজ দিয়েছে রাজ্যের ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। এটা জলের দর বলেই বিভাগীয় অফিসাররা মনে করছেন। বিভাগীয় মন্ত্রী রোজ্জাক মোল্লার ভূমিকা নিয়েও আগেই প্রশ্ন উঠেছিল। বেনামে কেনা ঐ জমি ভূমি দপ্তর প্রথমে খাস ঘোষনা করে সরকার নিজের হেপাজতে নিলেও পরে তা অভিযুক্ত কোম্পানীকেই লিজ দিয়েছে। ভূমি সংস্কার আইন অনুযায়ী ঐ জমি ভূমিহীনদের মধ্যে বিলিয়ে দেবার কথা।
মহাকরণ সূত্রে জানা গিয়েছে উত্তর ২৪ পরগণা জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ৪৪ একর জমির জন্য প্রায় ৫ কোটী টাকা ধার্য্য করেছিল। লিজের শর্তানুযায়ী এর ৯৫ শতাংশ(৪ কোটি ৭৫ লক্ষ টাকা) এককালীন দেওয়ার কথা।কিন্তু জেলা অফিসের সুপারিশ আমূল বদলে যায় রাইটার্স বিল্ডিংসে। ভূমি ও ভূমি সংস্কার দপ্তর ঐ জমির দাম ঠিক করে ১ কোটি টাকার সামান্য বেশী।যে সময় এটি লিজে উঠেছিল তখন তা কৃষিজমি ছিলনা বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহ্রত হচ্ছিল। কিন্তু জেলা ভূমি দপ্তর দাম নির্ধারনের সময় তা চাষের জমি হিসাবে গণ্য করে।ফলে জমির প্রকৃত বাজারদর বিবেচনা না করেই দাম নির্ধারণ করে জেলা ভূমি দপ্তর।প্রকৃত বাজারদর বিবেচিত হলে জমির দাম অন্তত ২০ কোটি টাকা হত বলে ভূমি দপ্তরের কর্তারা মনে করেন।
ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের মতে সিদ্ধান্তটি একান্তভাবেই বিভাগীয় মন্ত্রীর। কিন্তু নঁথিপত্রে এই প্রকল্পটিকে জনস্বার্থমুখী প্রকল্প হিসাবে দেখানো হয়েছে।
রোজ্জাক মোল্লা অবশ্য দাবি করেছেন খাস জমি লিজ দেওয়ার শর্ত মেনেই পুরানো দাম ধার্য্য করা হয়েছে। জেলা ভূমি দপ্তর বাজারদর ধরে দাম ঠিক করেছিল এবং এতে কোন অনিয়ম হয়নি বলে তার অভিমত।

No comments:

Post a Comment