

গত ১০০ বছরে ৩৫৩ টি নতুন প্রজাতির সন্ধান পাওয়া গেছে হিমালয়ের পূর্বাঞ্চলীয় এলাকায়৷ এগুলোর মধ্যে রয়েছে বিশেষ ধরণের উড়ন্ত ব্যাঙ, বিশ্বের ক্ষুদ্রতম হরিণ ও নতুন বানর ৷ এমনটাই জানিয়েছে পরিবেশবাদী সংগঠন ডব্লিউডব্লিউএফ ।
প্রতিবেদনে সংগঠনটি বলেছে, এ অঞ্চলে পরিবেশ প্রতিকূল উন্নয়নের কারণে মূল বাসিন্দারা ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে৷ নেপাল, চীন, ভারত, ভুটান ও মায়াননমার এ অঞ্চলের মধ্যে পড়ে৷ জলবায়ু পরিবর্তন, গৃহপালিত পশুচারণ বৃদ্ধি, অবৈধ শিকার এবং বণ্যপ্রাণী ব্যবসা পৃথিবীর শ্রেষ্ঠ প্রাণবৈচিত্র্যের এলাকাটির ক্ষতি করছে।
গত ৫০ বছরে ব্যাপক জনসংখ্যা বৃদ্ধি এবং সেইসঙ্গে ক্রমবর্ধমান পণ্য চাহিদাও এজন্য দায়ী বলে সংগঠনটির প্রতিবেদনে বলা হয়েছে৷ শুধু হিমালয় অঞ্চলের বাসিন্দা বলে পরিচিত প্রজাতিগুলো চরম সমস্যার মধ্যে রয়েছে৷ এরকম প্রজাতির সংখ্যা ১৬৩ টি৷
গত এক দশকে আবিষ্কৃত নতুন প্রজাতির মধ্যে উড়ন্ত ব্যাঙ বলে পরিচিত লাল পেয়ে ব্যাঙ রয়েছে৷ পাওয়া গেছে বিশালকায় কেঁচো৷ পূর্ব মিয়ানমারে পাওয়া গেছে ৬০ থেকে ৮০ সেন্টিমিটার উঁচু হরিণ৷ পাওয়া গেছে নতুন ধরণের বানরও৷ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন হাজার মিটার উঁচুতে ভারতের অরুণাচল প্রদেশে এ বানরের সন্ধান পাওয়া গেছে৷
No comments:
Post a Comment