Monday, August 17, 2009

ভারতে নতুন করে আক্রমণের ছক কষছে পাকিস্থানী জঙ্গীগোষ্ঠী-দাবি প্রধানমন্ত্রীর......




পাকিস্থানে অবস্থিত সন্ত্রাসবাদিরা ভারতের উপর আবার নতুন করে আক্রমণের পরিকল্পনা করছে বলে বিশ্বস্ত সূত্রে খবর রয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
প্রাধানমন্ত্রীর এই বিবৃতি পাকিস্থানের উপর চাপ আরও বাড়াবে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা। রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে নিরাপত্তা নিয়ে বৈঠকে তিনি এই কথা বলেন। যতক্ষন না পর্যন্ত পাকিস্থান তাদের দেশে অবস্থিত জঙ্গী ঘাঁটিগুলিকে ভেঙ্গে দিচ্ছে ততদিন পর্যন্ত দু’দেশের মধ্যে শান্তি আনার কাজ বন্ধ রাখবে বলে জানিয়েছিল নতুন দিল্লি।
তিনি আরও বলেন যে কাশ্মীর অঞ্চলে ঐ জঙ্গী সংগঠনগুলি ভারতের শাষনের বিরুদ্ধে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছে। শুধু জম্মু-কাশ্মীর নয় এখন সারা ভারতই তাদের নিশানা হয়ে উঠেছে বলেও জানান তিনি।
বিগত কয়েক বছরে কাশ্মীরে তাদের হামলার পরিমাণ এত মাত্রাতিরিক্ত হয়ে উঠেছিল যে দু’দেশ শান্তি চুক্তি করতে বাধ্য হয়। কিন্তু এর পরেও সেখানকার জঙ্গী সংগঠনগুলি অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল বলে জানিয়েছেন তিনি।এর পিছনে পাকিস্থান সরকারেরও হাত ছিল বলে দাবি করেছেন তিনি।
এর আগে দক্ষিন ভারতের দুই এক জায়গায় জঙ্গি হানা হতে পারে খবর প্রকাশিত হয়েছিল। তবে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী সেই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছিলেন। মুম্বাই হামলার পরে দেশের ব্যস্ত শহরের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ এন এস জি হাব তৈরি হয়েছিল। সেই হাব দ্বিতীয় পর্যায়ে দেশের আরও বেশ কিছু শহরে স্থাপন করা হতে পারে বলে জানা গিয়েছে। এর পাশাপাশি সন্ত্রাস দমনের জন্য কুইক রি-অ্যাকসন টিম গঠনের জন্য জোর দিয়েছেন প্রধানমন্ত্রী।মনমোহন বলেন, একদিকে যেমন দেশের বাইরে থেকে ভারতে জঙ্গি হানার জন্য প্রস্তুতি চলছে, অন্যদিকে ভারতীয় সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন গুলি। আগামী দিনে কোন ভাবেই যেন জঙ্গিরা দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়ার উপরে জোর দিয়েছেন তিনি। মনে করা হচ্ছে আগামী দিনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন নীতি প্রণয়ন করতে চলেছে কেন্দ্র।পাশাপাশি গোয়েন্দা সূত্রে প্রাপ্ত যে কোন খবর যত তাড়াতাড়ি সম্ভব সংশিষ্ট রাজ্যের কাছে পৌছে দিতে হবে এবার প্রধানমন্ত্রীর এই ঘোষণার মধ্যে দিয়ে নতুন করে উদ্দ্বেগ তৈরি হয়েছে
এভাবেই মুম্বাই কান্ডের পর আরও একবার পাকিস্থানকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি।

No comments:

Post a Comment