Friday, August 7, 2009

বৈয়াতুল্লার মৃত্যু হয়েছে- দাবি পাক,মার্কিন সেনার


পাকিস্তানের তালিবান অধ্যুষিত ওয়ারিজিস্তানে হওয়া মার্কিন রকেট হামলায় তালিবান প্রধাণ কমান্ডার বৈয়াতুল্লা মাসুদের মৃত্যু হয়েছে বলে মনে করছে পাক ও মার্কিন প্রশাসন৷ যদিও ঘটনার পর থেকে নানা ধরনের পরস্পর বিরোধী কথা সামনে আসছে তার পরেও কিন্তু মার্কিন গোয়েন্দাদের অনুমান মৃত্যু হয়েছে তালিবান প্রধান কমান্ডারের৷ প্রসঙ্গত, গত বুধবার বেলা ১২.৩০ মিনিট আমেরিকার সেনা ওয়ারিজিস্তানে তালিবান কমান্ডার বৈয়াতুল্লার দ্বিতীয় পক্ষের স্ত্রীর বাড়ীতে রকেট হানা চালায়৷ সেই রকেট হামলায় প্রথমে দুইজন শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়৷ তার পর থেকে পাক গোয়েন্দা সংস্থার ধারনা এই দুইজন মাসুদের সন্তান৷ বৃহস্পতিবার খবর পাওয়া গিয়েছিল ঘটনার মাসুদের দ্বিতীয় পক্ষের স্ত্রীর পিতা'র মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে স্থানীয় তালিবান নেতারা গিয়ে মাসুদের বাড়ী ঘিরে ফেলে। তার পর থেকে বাইরের কোন ব্যাক্তি সেখানে প্রবেশ করতে পারে নি৷ এদিকে মার্কিন গোয়েন্দা সংস্থা সূত্রে জানা গিয়েছে মাসুদ মাঝে মধ্যে সন্তান ও দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এখানে আসতেন। সেই দিন মাসুদ আসবেন খবর পেয়ে রকেট হানার পরিকল্পনা করেছিল আমেরিকা৷ তালিবান কমান্ডার বৈয়াতুল্লা মাসুদের সত্যিই মৃত্যু হলে এটা হবে এখন পর্যন্ত মার্কিন ও পাক সেনা জঙ্গি বিরোধী অভিযানে সব থেকে বড় সফলতা। দীর্ঘ দিন ধরে মার্কিন সেনা পাকিস্থানে ঘাঁটি গেড়ে থাকলেও কিন্তু তালিবানদের নিধন করতে পারেনি। পাক ও আফগান সীমান্তের বেশ কিছু অঞ্চলে তালিবান মুক্ত করার পরেও আবার নতুন করে তালিবানরা সেই সমস্ত অঞ্চলে নিয়ন্ত্রন কায়েম করে। মার্কিন গোয়েন্দা সংস্থা সূত্রের খবর মাসুদের নেতৃত্বে তালিবানরা পাকিস্তান ও আমেরিকার বিরুদ্ধে বড় ধরনের জঙ্গি হানার চক্রান্ত করছিল। মাসুদের মৃত্যু হয়েছে- এই তথ্য সঠিক কিনা তা এখন খতিয়ে দেখছে পাক ও মার্কিন গোয়েন্দা সংস্থা।

No comments:

Post a Comment