Monday, August 31, 2009

ভারতীয় বায়ুসীমার অভ্যন্তরে চিনা হেলিকপ্টার......




ভারতীয় বায়ুসীমার অভ্যন্তরে ঢুকে পড়ল চিনা বায়ুসেনার দুটি হেলিকপ্টার। সম্প্রতি জম্মু-কাশ্মীরের লেহ এলাকায় এই ঘটনা ঘটে৷ বিশেষ সূত্রে জানা গেছে যে, চিনের বায়ুসেনার দুটি হেলিকপ্টার লেহ অবস্থিত ১৪বি কোর এলাকার মধ্যে ঢুকে পড়ে৷ সেই মুহুর্তে ভারতীয় সেনাবাহিনী সতর্ক হয়ে যায়৷



খুব শীঘ্রই ভারতীয় বায়ুসেনার 'চিতা' ও 'চেতক' নামের দুটি হেলিকপ্টার তাদের পিছনে পাঠানো হয়৷ আর এরপর চিনা বায়ুসেনার দুটি হেলিকপ্টার ফিরে যায়৷ ভারতীয় সেনাবাহিনী সূত্রে এই ব্যাপারে কোন মন্তব্য করা হয় নি৷

No comments:

Post a Comment