Saturday, August 22, 2009

লালগড়ে যৌথ বাহিনীর অভিযান চলবে:সরকার......











লালগড় অভিযান যে এখন অসম্পূর্ণ তা ঘুরিয়ে স্বীকার করে নিল রাজ্য সরকার৷ রাজ্য সরকারের পক্ষ থেকে স্বারাষ্ট্র সচিব অর্ধেন্দু সেন বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছ লালগড় থেকে এখন অতিরিক্ত পুলিশ বা প্যারা মিলিটারি ফোর্স সরিয়ে নেওয়া হবে না৷ জেলা প্রশাসনের রির্পোট ও গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য বিশ্নেষণ করে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ আরও কতদিন এই যৌথ বাহিনী জঙ্গল মহলে থাকবে তা জানাতে রাজি হন নি স্বরাষ্ট্র সচিব৷ তিনি বলেন অবস্থার উপরে নজর রাখা হচ্ছে৷ সরকার লালগড় ও সংলগ্ন অঞ্চল থেকে পুরোপুরি ভাবে মাওবাদীদের হটিয়ে দিতে পারলে তবে অপারেশন শেষ বলে ঘোষণা করা হবে৷ স্বারাষ্ট্র সচিব অর্ধেন্দু সেন জানিয়েছেন কেন্দ্রীয় বাহিনী লালগড়ে থাকার ব্যাপারে ইতিমধ্যে তারা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে কথা বলে অনুমতি নিয়েছেন৷ এদিকে লালগড়ে যৌথ বাহিনী থাকলেও কিন্তু মাওবাদী ও পুলিশ বিরোধী কমিটির প্রভাব বিন্দু মাত্র কমে নি৷ লালগড়ে'র পিরকাটা পুলিশ থানার সামনে পুলিশ বিরোধী কমিটির মহিলারা বিক্ষোভ প্রর্দশন করেন৷ তাদের দাবি ছিল মাওবাদী নামে এলাকায় পুলিশ বিরোধী কমিটির যে সকল সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মুক্তি দেওয়ার দাবি জানান৷ এদিকে রাজ্যের পক্ষ থেকে ঝাড়খন্ড সরকারে'র কাছে অনুরোধ জানানো হয়েছে তাদের রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গ সীমান্ত বরাবর অঞ্চলে মাওবাদী বিরোধী অভিযান শুরু করার জন্য৷ ঝাড়খন্ড সরকার এখন কিন্তু নতুন করে মাওবাদী বিরোধী অভিযান শুরু করবে এমন কোন বার্তা রাজ্য সরকারের কাছে আসে নি৷

No comments:

Post a Comment