
শিয়ালদা-বৌবাজারের বিধানসভার উপনির্বাচনের ফলাফল বেরোল আজ। আর প্রত্যাশা মতোই দুটো আসনেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী। শিয়ালদহ আসনে ১৫,৯২৭ ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী শিখা মিত্র। এবং বৌবাজার কেন্দ্রে প্রত্যাশা মতোই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা।
তবে ৩২ বছরের বাম জমানায় এই প্রথম জামানত বাজেয়াপ্ত হল বৌবাজার কেন্দ্রে বাম সমর্থিত নির্দল প্রার্থী মিনতি গোমসের। এছাড়াও বর্তমান সাংসদ সুদীপ ব্যানার্জীর পর আর কোনও বিরোধী প্রার্থী এত বড় ব্যবধানে বিধানসভায় জয়ী হননি। প্রায় ২২ হাজার ভোটে জয়ী হয়েছেন স্বর্ণকমল সাহা।
বাম ভোটব্যাঙ্কে এই ধ্বসের ফলে স্বভাবতই হতাশ বাম শিবির। এই জয়ের পরে আরও একবার মা-মাটি-মানুষেরই জয়গান গাইলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী।শিয়ালদহ কেন্দ্রে লোকসভা নির্বাচনে সুদীপ ব্যানার্জী জয়ী হয়েছিলেন ৩০ হাজার ভোটে যেখানে এবার দুই কেন্দ্র মিলিয়ে আরও সাত হাজার ভোটের ব্যব্ধান বেড়েছে।
তবে ৩২ বছরের বাম জমানায় এই প্রথম জামানত বাজেয়াপ্ত হল বৌবাজার কেন্দ্রে বাম সমর্থিত নির্দল প্রার্থী মিনতি গোমসের। এছাড়াও বর্তমান সাংসদ সুদীপ ব্যানার্জীর পর আর কোনও বিরোধী প্রার্থী এত বড় ব্যবধানে বিধানসভায় জয়ী হননি। প্রায় ২২ হাজার ভোটে জয়ী হয়েছেন স্বর্ণকমল সাহা।
বাম ভোটব্যাঙ্কে এই ধ্বসের ফলে স্বভাবতই হতাশ বাম শিবির। এই জয়ের পরে আরও একবার মা-মাটি-মানুষেরই জয়গান গাইলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী।শিয়ালদহ কেন্দ্রে লোকসভা নির্বাচনে সুদীপ ব্যানার্জী জয়ী হয়েছিলেন ৩০ হাজার ভোটে যেখানে এবার দুই কেন্দ্র মিলিয়ে আরও সাত হাজার ভোটের ব্যব্ধান বেড়েছে।
No comments:
Post a Comment