Thursday, August 27, 2009

নর্থ পোলে যাবেন বান কি মুন...






বিশ্ব উষ্ণায়ণ নিয়ে এবার অবস্থার তদারকি করতে নিজেই সরাসরি নর্থ পোলে যাওয়ার পরিকল্পনা করলেন রাষ্ট্র সংঘের মহাসচিব বান কিং মুন৷ চলতি সপ্তাহে দুই দিনের জন্য নর্থ পোলে যাবেন মুন৷ তার পরে রাষ্ট্র সংঘের ফিরে অবস্থার বিস্তারিত রির্পোট তৈরি করবেন বলে জানা গিয়েছেন৷ রাষ্ট্র সংঘ সূত্রের খবর মুনের সঙ্গে সফরে থাকতে পারেন আরও দুই একজন পরিবেশ বিঞ্জানী৷ সফর শেষ করে অবস্থা সরজমিনে পর্যবেক্ষন করে বিঞ্জানীদের সাহায্য নিয়ে রির্পোট প্রস্তুত করবেন৷ তার পরে সংঘের পূর্ন অধিবেশনে তা পেশ করতে পারেন৷ দীর্ঘ দিন ধরে বিশ্বের উষ্ণায়ণ নিয়ে সমস্যা সমাধানে সওয়াল করে যাচ্ছেন বান কিং মুন৷



দুই দিনের সফরে নর্থ পোলে নরওয়ের যে বিঞ্জানী দল সেখানে হিমবাহ গলে যাওয়া ও তার উপরে পরীক্ষা চালাচ্ছেন তাদের সঙ্গে বৈঠক করেবন৷ প্রসঙ্গত বেশ কিছু দিন ধরে সরা পৃথিবী জুড়ে পরিবেশ বিঞ্জানীরা পৃথিবীর দুই মেরুতে হিমবাহ গলে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন৷ তাদের বক্তব্য যে ভাবে বরফ গলতে শুরু করেছে তা এখন বন্ধ না হলে আগামী 20 থেকে 30 বছরের মধ্যে একদিকে পৃথিবীতে যেমন জলস্তর বৃদ্ধি পাবে, অন্যদিকে সমুদ্রের নোনা জল স্থল ভূমিতে এসে চাষের জমিকে নষ্ট করতে পারে৷ বিঞ্জানীদের এই সর্তক বার্তা নিয়ে নানা স্তরে আলোচনা হলেও গ্রিন গ্যাস এফেক্ট কম করা অথবা বিশ্ব উষ্ণায়ন রোধে উন্নত ও উন্নয়ণশীল দেশ তেমন কোন ব্যবস্থা গ্রহণ করেন নি৷ এবার মুনের সফরের পরে এই নিয়ে কোন নিদিষ্ট ব্যবস্থা হতে পারে বলে মনে করা হচ্ছে৷

No comments:

Post a Comment