Tuesday, August 18, 2009







কুচ সীমান্তে ধরা পড়ল সন্দেহভাজন পাক নাগরিক......
নতুন করে ভারতে আক্রমণ চালাতে পারে পাকিস্থানী জঙ্গীগোষ্ঠী-গতকাল মুখ্যমন্ত্রীদের সাথে বৈঠকে এই হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এছাড়াও ভারতীয় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক মদতপুষ্ট জঙ্গীসংগঠনগুলি, বলেও জানিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রীর এই হুঁশিয়ারির মাঝেই গুজরাতের কুচ অঞ্চলে ভারত-পাক সীমান্তে বি এস এফ জওয়ানদের হাতে ধরা পড়ল নয় জন পাকিস্থানী নাগরিক।
জলপথে তারা ভারতে প্রবেশের চেষ্টা করছিল বলে জানান বি এস এফের এক উচ্চপদস্থ আধিকারিক। তিনি আরও জানান যে এক সপ্তাহ পূর্বে তাদের কাছে এই অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ঘটতে পারে বলে খবর আসে এবং সেইমতো সেখানে কড়া নজরদারির ব্যবস্থাও করা হয়। গত রবিবার সন্ধ্যা পাঁচটার সময় আল-কবুতর নামক এক পাকিস্থানি নৌকা ভারতে প্রবেশ করার চেষ্টা করলে জওয়ানরা আটক করে এবং নয় জন পাকিস্থানি নাগরিককে গ্রেপ্তার করা হয়।
তাদের মতে প্রাথমিক তদন্তের পরে জানা গেছে যে নয় জনের মধ্যে ছয় জনই মৎসজীবি। এবং বাকি তিন সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য গুজরাত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত এক বছরে প্রায় পঞ্চাশ জন পাকিস্থানি নাগরিক জলপথে প্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছে।এছাড়াও মুম্বাই কান্ডের সময় সন্ত্রাসবাদিরা এই জলপথকেই ব্যবহার করেছিল। তাই এর মধ্যেই ভারতের উপকূলবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

No comments:

Post a Comment