Tuesday, August 18, 2009

সরকার উদাসীন-ইরাকে সমকামিদের উপর অত্যাচার বেড়েই চলেছে.......




সমকালীন সময়ে প্রায় শতাধিক সমকামিকে ইরাকে অত্যাচার এবং হত্যা করা হয়েছে বলে মানবাধিকার কমিশন সূত্রে জানা গিয়েছে।
সেখানকার ডাক্তারদের সাক্ষাৎকার থেকে জানা গিয়েছে যে প্রায় শতাধিক মানুষকে হত্যা করা হয়েছে কিন্তু তার নির্দিষ্ট সংখ্যাটা এখনও অস্পষ্ট।নিউইয়র্কে অবস্থিত গোয়েন্দা সংস্থা এই তথ্য জানিয়েছে।
কিন্তু সেখানকার সমকামিদের সংস্থার ডিরেক্টর অভিযোগ জানিয়েছে যে ইরাকি নেতারা এই বিষয়ে উদাসীন এবং তারা শতাধিক সমকামিদের হত্যা ও অত্যাচা্রের বিষয় নিয়ে চিন্তিত নন।
আক্রান্ত এক ব্যক্তির কথায় ২০০৪ সালে কিছু মিলিট্যান্ট গোষ্ঠী তাদের উপর আক্রমণ চালায়, কিন্তু পরবর্তীকালে তা ব্যাপক আকার নেয়।
সরকারী এক মুখপাত্রের কথায় ইরাকি আধিকারিকরা এই নিয়ে খুব একটা দুঃখিত নয় এবং তারা সমকামিদের প্রয়োজন মতো সুরক্ষা দিতে ব্যর্থ।
তাদের উপর হত্যা, অপহরন, অত্যাচারের পরিমাণ বাগদাদের পার্শ্ববর্তী সাদার শহরে দিনের পর দিন বেড়েই চলেছে বলে এই সংস্থাটি জানিয়েছে।
এক আধিকারিকের কথায় সেখানে সরকার সাধারন মানুষদের নিরাপত্তা দিতে ব্যর্থ।

No comments:

Post a Comment