

ফর্মুলা ওয়ানের বেলজিয়াম গ্রান্ডপ্রিক্সের রেসে সাফল্য পেল ফোর্স ইন্ডিয়া৷ জমকালো এই আয়োজনে খেলোয়াড় গেয়ানসার্লো ফিসিকেলা চালিত ফোর্স ইন্ডিয়া দ্বিতীয় স্থান দখল করেছে৷
চমৎকার আবহাওয়া ছিল ৷ ঝকঝকে রোদ ঝলমলে আকাশ৷ রবিবার এমন এক আবহাওয়ায় ফর্মূলা ওয়ানের অন্যতম দীর্ঘ এবং সবচেয়ে চ্যালেঞ্জিং ট্র্যাক বলে পরিচিত এই পর্বে ফেরারির কিমি রাইকনন জিতে নিলেন প্রথম স্থান৷ অবশ্য এর আগেও তাদের হাতেই বিজয়ের মালা গিয়েছিল৷ ম্যাচে জিতে রাইকনন এর কথা, আমাদের জন্য এই বিজয় একটি বড় বিষয়৷ সব চালকেরই স্বপ্ন থাকে এই বিজয়ের৷ কারণ এখানে গাড়ি চালানো খুবই রোমাঞ্চকর৷ ফেরারিকে বলা হয় বিশ্ব চাম্পিয়ন৷ রেডবুলের এস ভিটেল পেয়েছেন তৃতীয় স্থান৷ তিনি ছিলেন দ্বিতীয় স্থানধারীর কাছ থেকে মাত্র ২ দশমিক ৯ সেকেন্ড পেছনে৷
কিংফিশারের মালিক শিল্পপতি বিজয় মালিয়া হচ্ছেন ফোর্স ইন্ডিয়ার প্রধান৷ বিজয় মালিয়া হচ্ছেন এই দলের সব কিছু৷ ভারতের কোন দল এই প্রথমবারের মত এই প্রতিযোগিতায় জয়ের খাতায় নাম লেখালো৷ দলের বিজয়ী ড্রাইভার গেয়ানসার্লো ফিসিকেলা বললেন,আমার মনে হয় আরও একটু ভালো চালালেই প্রথম কাতারে চলে যেতে পারতাম৷ তারপরেও দু:খ নেই৷ সামনে আরও এগিয়ে যেতে হবে...আর সেটা হবে দ্রুততার সঙ্গে৷
No comments:
Post a Comment