

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্রহণ করছে বিশাখাপত্তমের একটি বেসরকারি শিপইয়ার্ড ৷ উদ্দেশ্য - যুদ্ধ জাহাজ বানানো৷
এই খবরটি জানিয়ে কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী পাল্লাম রাজু বলেছেন, প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকীকরনের প্রয়োজনীয়তা তৈরি হবার কারণেই সরকার এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে৷
ভারতের বন্দর শহর বিশাখাপত্তমে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত দি হিন্দুস্থান শিপইয়ার্ড৷ বেসরকারি এই জাহাজ বানানোর কারখানাটিও বেশ পুরানো৷ এই শিপইয়ার্ডেই এ বছরের শেষ নাগাদ তৈরি শুরু হবে ফ্রিগেট এবং সাবমেরিনসহ যুদ্ধ জাহাজ৷
পাল্লাম রাজু কলকাতায় সাংবাদিকদের বলেছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় দি হিন্দুস্থান শিপইয়ার্ডটি নিয়ে নিচ্ছে৷ অবশ্য এর জন্য প্রয়োজন হবে বিনিয়োগের৷ ভারতীয় নৌবাহিনীর জন্যই প্রয়োজন এই শিপইয়ার্ডটি৷
নতুন এই শিপইয়ার্ডের ক্ষমতা কত হবে, সে বিষয়ে কোন তথ্য না পাওয়া গেলেও জানা গেছে, ভারত সরকার আগামী ১০ বছরে তার সব পুরানো যুদ্ধ জাহাজ বদলে দেবে৷ সেই সঙ্গে ১০ বছরে নতুন ১০০টি যুদ্ধ জাহাজ নামানো হবে সমুদ্রে৷
গত মাসে ভারত প্রথমবারের মত পরমাণু চালিত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষমতা সম্পন্ন নিজস্ব কারিগরি উপায়ে তৈরি প্রথম সাবমেরিন সাগরে ভাসায়৷ এ ধরণের আরও দুটি সাবমেরিন নির্মাণাধীন৷
No comments:
Post a Comment