

ভারতীয় দলের নতুন ট্রেনার...
ভারতীয় দলের নতুন ট্রেনার হিসাবে যোগ দিলেন রামজি শ্রীনিবাসন। আসন্ন শ্রীলঙ্কা স্ফর থেকেই দলে কাজ শুরু করে দেবেন তিনি।২০০৮ সালে শ্রীলঙ্কা সফরের আগে ক্যাম্পে অস্থায়ী ট্রেনার হিসাবাও কাজ করেছেন তিনি। তবে আই পি এলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে তাঁর পারফরম্যান্সের জন্যই বোর্ডের নজরে তিনি পড়েছেন বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
‘এলোমেলো’ আর নেই...
মারা গেল মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কুকুর ‘এলোমেলো’। গতকাল রাতেই তাকে সমাহিত করা হয়েছে বেহালার কাছে রসপুঞ্জে কুকুরদের একটি কবরস্থানে।মুখ্যমন্ত্রীর স্ত্রী মীরা ভট্টাচার্য ও মেয়ে সুচেতনা রসপুঞ্জে গিয়ে তাঁদের প্রিয় কুকুরের শেষকৃত্য সম্পন্ন করেন।
সামনে এলো হার্লির পরিচয়...
লাভ আজ কালে ছবির প্রচারে এক নতুন কৌশল নিয়েছিলেন সৈইফ আলি খান৷ ছবির এক গুরুত্বপূর্ণ চরিত্রে থাকা সত্বেও ছবির শুরু অথবা শেষে কোন টাইটেল কার্ডে নাম ছিল না হার্লির৷ তার পর থেকে হার্লি কে তা নিয়ে বলিউডে চর্চা ছিল৷ এবার সামনে এসেছে হার্লির পরিচয়৷ ব্রাজিলের এক জনপ্রিয় মডেল হার্লি৷ব্রাজিল থেকে সৈইফের সঙ্গে পরিচয়ের খাতিরে বলিউডে কাজ করতে আসা।
No comments:
Post a Comment