Saturday, August 29, 2009

বৈদিক ভিলেজ কাণ্ডে দিশেহারা সিপিএম-অন্তর্দন্দ্ব বাড়ছে দলে........

বৈদিক ভিলেজের জমি কেলেঙ্কারি ১৬ বছর আগের রশিদ কাণ্ডের মতোই সিপিএমে কাঁপুনি ধরিয়েছে। ১৯৯৩ সালে বউবাজার বিস্ফোরনের ঘটনায় মূল অভিযুক্ত সাট্টা ডন রশিদ খানের সঙ্গে সিপিএমের ছোট বড় বহু নেতা এবং রাইটার্স বিল্ডিংসের কর্তাদের খাতিরের সম্পর্ক ফাঁস হোয়ার পর দলে শোরগোল পড়ে গিয়েছিল।পার্টি ও পুলিশের প্রশ্রয়ে কলকাতা জুড়ে সাট্টার কারবার চালাত রশিদ।আর বোইদিক ভিলেজ কাণ্ডে রাজারহাট এলাকায় গফ্‌ফর মোল্লাদের মতো জমি মাফিয়াদের সঙ্গে পার্টির নেতা কর্মীদের নাম জুড়ে গিয়েছে।স্থানীয় প্রশাসন ও রাইটার্সের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
এই পরিস্থিতিতে পার্টির কেলেঙ্কারি চাপা দিতে বিরোধীদের ঘাড়ে দোষ চাপানোর খেলায় মেতেছে সিপিএম। এদিনই আবাসন মন্ত্রী তথা সিপিএমের রাজ্য ও কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দেব সাংবাদিক সন্মেলন ডেকে বৈদিক ভিলেজ কাণ্ডে ৮ দফা প্রশ্ন তুলেছেন।তাঁর বক্তব্য, সরকারকে এই প্রশ্নের জবাব দিতে হবে।তাঁর প্রশ্ন রিসর্টের জন্য ১৫০০ একর জমি কেন লাগবে তা ভাবাই যায়না।এছাড়াও কোন শর্তে রিসর্টকে জমি লিজ দেওয়া হয়েছে ভূমি ও ভূমি সংস্কার মন্ত্রীকে তা বলতে হবে বলে তার দাবি। জোর করে জমি দখল করে নেওয়ার অভিযোগ নিয়ে পুলিশ কি ব্যবস্থা নিয়েছে-সেই প্রশ্নও রেখেছেন তিনি।
এছাড়াও সিপিএম লোকজনের অভিযুক্তদের কি সম্পর্ক ছিল তাও পার্টিকে জবাব দিতে হবে।
গৌতমবাবুর বক্তব্য খুবই তাৎপর্য্যপূর্ণ। দলের কৃষকসভার রাজ্য সভাপতি মদন ঘোষ বলেন যে বে-আইনী জমি খাস ঘোষনা করেও কেন তাদেরই লিজ দেওয়া হয়েছে তা খতিয়ে দেখা দরকার।ওখানে সরকারের হয়ে বেসরকারি সংস্থার জমি জোগাড়ের প্রক্রিয়া সম্পর্কেও তিনি বিস্ময় প্রকাশ করেছেন।

No comments:

Post a Comment