Wednesday, August 19, 2009

চাঁদ ও মঙ্গলে এই মুহুর্তে মনুষ্যযান পাঠানো হচ্ছেনা-জানালো মার্কিন যুক্তরাষ্ট্র......




আর্থিক মন্দার কারণে ভেস্তে যেতে চলেছে ২০২০ সালের মধ্যে চাঁদ ও মঙ্গলে মানুষ পাঠানোর মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনা। মার্কিন সরকার অর্থ সংকট দেখিয়ে নাসাকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই দৃষ্টি নিবদ্ধ করতে পরামর্শ দিয়েছে৷
এদিকে মহাকাশে মনুষ্যযান সম্পর্কিত একটি কমিটি তাদের প্রাথমিক অনুসন্ধানে এই বলে মত দিয়েছে যে, এখন মঙ্গলে মানুষ পাঠানো খুবই ঝুঁকিপূর্ণ৷ শুক্রবার হোয়াইট হাউসে কমিটি তাদের প্রতিবেদনটি জমা দেয়৷
মহাকাশ গবেষণা পর্যালোচনা সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্টকে পরামর্শ দানকারী একটি প্যানেল নাসার পরিকল্পনা সম্পর্কে সাম্প্রতিক মতামতে চাঁদ ও মঙ্গলে মনুষ্যযান পাঠানোর বিরুদ্ধে বলেছে৷
বাজেটের অপ্রতুলতার কারণে ২০২০ সালের মধ্যে চাঁদ ও মঙ্গল গ্রহে মানুষ পাঠানো সম্ভব নয় বলে মত দিয়েছে মহাকাশে মনুষ্য অভিযান সংক্রান্ত একটি কমিটি। কমিটির প্রধান লকহিড মার্টিনের সাবেক প্রধান নর্ম অগাস্টিন বলেন, পুরোনো মহাকাশযান ও রকেট বদলে নতুন মহাকাশযান নির্মাণে বছরে তিনশ কোটিরও বেশি ডলার দরকার৷ নাসার বর্তমান বাজেটের ভেতরেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশন নিয়েই কাজ করার পরামর্শ প্যানেলের৷ বাণিজ্যিক ভিত্তিতে মহাকাশ স্টেশনে পর্যটক পাঠানোর বিষয়টিও জোর বিবেচনায় নিতে নাসাকে পরামর্শ দিয়েছে প্যানেল৷

No comments:

Post a Comment