Saturday, August 8, 2009

ভারতীয় নৌ-বাহিনীর হাতে ধরা পড়ল কোরিয়ান জাহাজ......




ভারতীয় জলসীমায় অবৈধ ভাবে ঢুকে পড়ার জন্য ভারতীয় নৌ-বাহিনী আটক করল উত্তর কোরিয়ার এক পন্যবাহী জাহাজকে৷ ভারতীয় সময় শনিবার ভোর ৪.৩০ নাগাদ ভারতীয় নৌ বাহিনী এদেশের বেশ অভ্যন্তরে এক কোরিয়ান জাহাজকে ঢুকে পড়তে লক্ষ্য করে।দ্রুত নৌ সেনা আধিকারিকরা সেখানে গিয়ে জাহাজটিকে আটক করে৷ পরে জাহাজ সহ ক্যাপ্টেনকে পোর্ট ব্লেয়ারের নিয়ে আসা হয়৷ এটিকে প্রথমে যুদ্ধ জাহাজ বলে অনুমান করেছিলেন ভারতীয় নৌ-বাহিনীর আধিকারিকরা। পরে অবশ্য নৌ-বাহিনী জানিয়েছে এটা পণ্যবাহী উত্তর কোরিয়ার জাহাজ৷ মধ্যপ্রাচ্য থেকে চিনি নিয়ে দেশে ফিরছিল জাহাজটি৷ ফেরার সময় আচমকা যান্ত্রিক ত্রুটি দেখা যায় জাহাজে৷ ত্রুটিপূর্ণ জাহাজ নিয়ে কোরিয়ায় যাওয়া সম্ভব নয় বুঝতে পেরে ভারতীয় জলসীমায় ঢুকে আসে জাহাজ৷ তবে রীতি অনুসারে ভারতীয় জলসীমা রক্ষীদের কাছে যে বার্তা বা সেনাবাহিনীর ভাষায় এস ও এস পাঠানো উচিত ছিল তা জাহাজের ক্যাপ্টেন পাঠাননি৷ তবে নিয়মমাফিক জাহজ সহ ক্যাপ্টেনকে আটক করে প্রাথমিক ভাবে তাকে জেরা করে ভারতীয় নৌ-সেনা আধিকারিকরা৷ তখন জাহাজের যান্ত্রিক ত্রুটির কথা জানান ক্যাপ্টেন৷ পরে ভারতীয় আধিকারিকরা জাহাজের তল্লাশি চালিয়ে আপত্তিকর কোন জিনিস পায় নি৷ পাশাপাশি ক্যাপ্টেনের কথা মত জাহাজে যান্ত্রিক ত্রুটি দেখা গিয়েছে৷ জাহাজ ঠিক করে নিয়ে যাওয়ার জন্য ইতিমধ্যে উত্তর কোরিয়া সরকারের কাছে বার্তা পাঠানো হয়েছে৷

No comments:

Post a Comment