

পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের উপজাতি অধ্যুষিত এলাকায় এক আত্মঘাতি বোমা হামলায় কমপক্ষে ১৯ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে৷ আহত হয়েছে কমপক্ষে ২২ জন৷
পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় ৮ জঙ্গি নিহত হওয়ার কয়েক ঘণ্টা পরেই এই আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটলো। জানা গেছে উপজাতি অধ্যুষিত খাইবার এলাকার একটি পুলিশ ব্যারাকে এই বোমা হামলার ঘটনা ঘটে৷ এসময় ব্যারাকের পুলিশ সদস্যরা রোজা শেষে ইফতারির প্রস্তুতি নিচ্ছিলেন৷ স্থানীয় সরকারী কর্মকর্তা তারিক হায়াত খান জানান, প্রাথমিক রিপোর্টে দেখা গেছে যে আত্মঘাতি বোমা হামলাকারী খাবার জলের বোতল নিয়ে পায়ে হেঁটে ব্যারাকের দিকে এগিয়ে যাচ্ছিল৷ একটু পরই সে বোমার বিস্ফোরণ ঘটায়৷ কর্তৃপক্ষ ইতিমধ্যে ওই হামলাকারীর বিচ্ছিন্ন মাথা উদ্ধার করেছে বলে জানানো হয়েছে৷ বোমা হামলায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে৷
হামলাস্থল থেকে আফগান সীমান্ত বেশ কাছে৷ এই রাস্তা দিয়েই আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর বেশিরভাগ রসদ সরবরাহ করা হয়ে থাকে৷ গত কয়েক মাসে তালেবান জঙ্গিরা একাধিকবার ন্যাটো বাহিনীর রসদ সরবরাহ লাইনে হামলা বৃহস্পতিবার এই আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টা আগে পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে মার্কিন বাহিনী ড্রোন হামলা চালায়৷ সেখানকার কানিগুরাম গ্রামে অবস্থিত একটি বাড়ি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়৷ ওই হামলায় আটজন তালেবান জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে৷পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন হামলার লক্ষ্যস্থল ওই বাড়িটি তালেবান জঙ্গিরা তাদের কর্মকাণ্ডের জন্য ব্যবহার করত৷ আরো জানানো হয়েছে বাড়িটি আজম খান মেহসুদ নামে এক ব্যক্তির যিনি তালেবান জঙ্গিদের সহায়তা করে আসছেন৷ নিহত জঙ্গিদের সবার জাতীয়তা নিশ্চিত হওয়া যায়নি, তবে কয়েকজন উজবেকিস্তান থেকে এসেছে বলে সন্দেহ করছে গোয়েন্দা কর্মকর্তারা৷ পাকিস্তানে জঙ্গি তৎপরতা কমছে না৷ গত দুই বছরে দেশটিতে সিরিজ বোমা হামলা এবং আত্মঘাতী বোমা হামলায় প্রাণ হারিয়েছে দুই হাজারেরও বেশি মানুষ৷
No comments:
Post a Comment