

অর্থনৈতিক মন্দা চললেও এবছরে সোনায় বিনিয়োগের চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। সোনার দাম ক্রমবর্ধমান হলেও বিনিয়োগকারিরা পিছু হটেনি, ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রকাশিত রিপোর্টে তা জানা গিয়েছে। সোনার চাহিদাও কমেনি বলে জানা গিয়েছে।
অর্থনৈতিক মন্দার কোপে পড়লেও ভারতে সোনার চাহিদা ১৭.৭ থেকে বেড়ে ১০৯.০ টন হয়েছে।রিটেইল এ বিনিয়োগের চাহিদা গতবছরের তুলনায় এবছর বেড়েছে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সিইও বলেন যে সোনার গয়না ক্রয়ের ক্ষেত্রে ক্রেতারা এখনও আকৃষ্ট। এবং সামনে পূজোর মরসুম তাই সোনার গয়নার চাহিদা ব্জায় থাকবে বলেই তার আশা।
সোনার ক্রেতাদের উপর বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব পড়লেও তার আশা ভারতের মতো উপমহাদেশীয় বাজারে গয়নার চাহিদা আরও বাড়বে।জি এফ এম এস লিমিটেডের পরিসংখ্যান অনুযায়ী সোনার কয়েন ও বারের চাহিদা ক্রমে আরও বাড়বে বলেও তার আশা।গত বছরের তুলনায় এই ক্ষেত্রে বিনিয়োগের চাহিদা ২২২ টনে গিয়ে দাঁড়িয়েছে।
কিন্তু এক্ষেত্রে ব্যতিক্রম চায়নার বাজার যেখানে সোনার চাহিদা মাত্র ৬% বৃদ্ধি পেয়েছে।
No comments:
Post a Comment